25 C
Dhaka
Thursday, October 2, 2025

পটুয়াখালী চলছে দুই ইউপি নির্বাচনের ভোটগ্রহণ

আরও পড়ুন

গোপাল হালদার, পটুয়াখালী:

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ২টি ইউনিয়নে ১৮টি ভোটকেন্দ্রে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক প্লাটন বিজিবি, র‍্যাবের টিম এবং পুলিশের স্ট্রাইকিং ফোর্সসহ মাঠে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। ব্যালট পেপারে সিল মারার পদ্ধতিতে এই দুটি ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমন মিয়া জানান, ২টি ইউনিয়নে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন করতে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে ৭ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন এবং ১৮ জন প্রিজাইডিং, ৯৬জন সহকারী প্রিজাইডিং ও ১৯২ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করছে।

উল্লেখ্য, এ নির্বাচনে ২নং লেবুখালী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী আর ৫নং শ্রীরামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে ২৮ হাজার ৫১৫ জন ভোটার তাদের ভোট অধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে লেবুখালী ইউনিয়নে ১১ হাজার ৮১০ ও শ্রীরামপুর ইউনিয়নে ১৬ হাজার ৭০৫জন।

এইবাংলা / নাদিরা শিমু/এনএস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর