25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

মিরসরাইয়ে মোটরসাইকেল ধাক্কায় মাদ্রাসা ছাত্র নিহত

আরও পড়ুন

:::মিরসরাই প্রতিনিধি:::

চট্টগ্রামের মিরসরাইয়ের মোটরসাইকেলের ধাক্কায় জুবায়েদ হোসেন নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার মঘাদিয়া ইউনিয়নের শরিয়তপাড়া এলাকার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর রোড়ে এ দুর্ঘটনা ঘটে।
জুবায়েদ ৯ নম্বর ওয়ার্ডের জালাল আহাম্মেদ বাড়ির মো. রাসেল হোসেনের ছেলে। সে শরিয়তপাড়া ফজলুল উলুম তালিমুল কুরআন মাদরাসার শিশু শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা বলেন, রবিবার বিকেলে জুবাইয়েদসহ তার সহপাঠীরা মিলে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর রোড়ের পাশে খেলা করছিলো। এসময় ৩টি মোটরসাইকেল খুব দ্রুত গতিতে অর্থনৈতিক অঞ্চলের দিকে যাচ্ছিলো। জুবায়েদ রাস্তার পাশে দাড়িয়েছিলো। এসময় ১টি মোটরসাইকেল জুবায়েদকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। রাত ১০টায় জুবায়েদের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মিরসরাই থানা  বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত জুবায়েদের পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর