নিজস্ব প্রতিবেদক :::
আমরা ক’জন মুজিব সেনা চট্টগ্রাম মহানগর,উত্তর ও দক্ষিণ জেলার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নগরীর সি আর বি তে সংগঠনের কেন্দ্রীয় সদস্য ও নগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি নাজমুল হুদা শিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ উপ কমিটির সদস্য, আমরা ক’জন মুজিব সেনা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জননেতা জসিম উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ বিদ্যুৎ বড়ুয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ইকবাল মোরশেদ, সদস্য জসিম উদ্দিন রবি,আবু হাসনাত চৌধুরী, জাহেদ হোসেন রনি,শরিফুল ইসলাম শরিফ,জাহেদুল হাসান,নজরুল ইসলাম,মনির হোসেন,আকবর হোসেন সাগর,মোহাম্মদ ইমন,নয়ন দে,মোহাম্মদ হাসান,মোহাম্মদ বেলাল,ওমর ফারুক জয়,আশিকুর রহমান শাওন, মোহাম্মদ মহিম,মোহাম্মদ আসিফ প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন আবু কায়সার সৌরভ।
বক্তব্যে নেতৃবৃন্দরা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বনজ, ফলজ ও ঔষধি এই তিন ধরনের গাছ দেশব্যাপী বৃক্ষ রোপন করার যে ঘোষনা দিয়েছেন, তা বাস্তবায়ন করা প্রতিটি নেতাকর্মীর পবিত্র দায়িত্ব । বাংলাদেশ
ভৌগোলিক কারনেই প্রাকৃতিক দুর্যোগ কবলিত একটি দেশ। বৈশ্বিক এই দুর্যোগকে মোকাবেলা করবার জন্য আমাদের সারাদেশে বেশী বেশী বৃক্ষরোপণের প্রয়োজন । এর ফলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে ভারসাম্য এবং বাসযোগ্য বাসস্থান নিশ্চিত করা সম্ভব।
এইবাংলা/ নাদিরা শিমু