25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

পটুয়াখালী পৌরসভার ১৯২ কোটি টাকার বাজেট ঘোষনা

আরও পড়ুন

গোপাল হালদার, পটুয়াখালী:

পটুয়াখালী পৌরসভায় ২০২৩-২০২৪ অর্থবছরে ১৯১ কোটি ৮৪ লক্ষ ৯১ হাজার ৬৪ টাকার সাম্ভব্য বাজেট ঘোষনা করা হয়েছে।

শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌর নাগরিকদের সামনে মেয়র মহিউদ্দিন আহম্মেদ সাম্ভব্য এ বাজেট ঘোষনা করেন। বাজেটে রজস্ব খাতে ৪৯ কোটি ৪৫ লক্ষ ৩৬ হাজার ৫শ দশ টাকা এবং উন্নয়ন খাতে ১৪২ কোটি ৩৯ লক্ষ ৫৪ হাজার ৫শ ৫৪ টাকা আয় দেখানো হয়। রাজস্ব খাতে ব্যায় ধরা হয় ৪১ কোটি ৯৮ লক্ষ ৪৯ হাজার ৯শ ৯৯ টাকা এবং উন্নয়ন খাতে ব্যায় ধরা হয় ১০২ কোটি ১৫ লক্ষ ২৫ হাজার টাকা। ৪৭ কোটি ৭১ লক্ষ ১৬ হাজার ৬৫ টাকা এই অর্থ বছরে মোট স্থিতি ধরে এ বাজেট প্রনয়ন করা হয়।

রাজস্ব খাতে সংস্থাপন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ত্রান ও অনুদান, ক্রীড়া, বৃক্ষরোপণ এবং তথ্য প্রযুক্তি খাতকে প্রাধান্য দেয়া হয়েছে।

এছাড়া উন্নয়ন খাতে উন্নয়ন সহায়তা মঞ্জুরী, গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন-২, মাস্টার প্লান হালনাগাদকরণ সহ অবকাঠামো উন্নয়ন প্রকল্প, নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প, প্রান্তিক জনগোষ্ঠীর মানোন্নয়ন প্রকল্প, উপকূলীয় শহর জলবায়ু সহিষ্ণু প্রকল্প, গ্রামীন অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও জলবায়ু ট্রাস্ট ফান্ডকে গুরুত্ব দেয়া হয়।

বাজেট ঘোষনা শেষে নাগরিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়রের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুর রশিদ, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোদাচ্ছের বিল্লাহ, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ। এসময় পৌর পরিষদ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও পৌর নাগরিকগন উপস্থিত ছিলেন।

এইবাংলা/ নাদিরা শিমু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর