24.3 C
Dhaka
Thursday, October 2, 2025

বিএনপির সাথে বৈঠকে ইইউ প্রতিনিধিদল

আরও পড়ুন

কূটনৈতিক প্রতিবেদক :::

বাংলাদেশ সফররত ইউরোপীয়ান ইউনিয়নের প্রতিনিধি দল গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে  নেতাদের সাথে  বৈঠকে বসেন ।শনিবার (১৫ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বৈঠক শুরু হয়েছে। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ও ফরেন অ্যাফেয়ার্স কমিটির আহ্বায়ক আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাঈল জবিউল্যাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং মানবাধিকার বিষয়ক সম্পাদক ও ফরেন অ্যাডভোকেট আসাদুজ্জামান বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের মানবাধিকার পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরেপক্ষ করার বিষয়ে আলোচনা হয়েছে বিএনপির সাথে।

বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের সাথে কথা বলেন।তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহনযোগ্য  নির্বাচনের আয়োজন করতে পারছে না না,  বাংলাদেশের উপর সারা বিশ্বের নজর। জনগণ ভোট দিতে পারছে না – এই কারনের উপর ভিত্তি করেই আলোচনা হয়েছে ইইউর প্রতিনিধি দলের সাথে। বর্তমান সরকারের অধীনে সুষ্ঠ ও নিরপেক্,   গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় সেটি ইইউ  প্রতিনিধি দলের কাছে তুলে ধরা হয়েছে।

এইবাংলা/ তুহিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর