পটুয়াখালী প্রতিনিধি::::
পটুয়াখালীতে খাবারের সাথে অচেতন করার ঔষধ কিংবা স্প্রে দিয়ে পরিবারের সদস্যদের অজ্ঞান করে বাসা বাড়ি থেকে সর্বস্ব লুট করে নেয়ার ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ। বুধবার এবং বৃহস্পতিবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের মূল হোতা সহ তিন জনকে আটক করে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পটুয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেসব্রিফিংএ পুলিশ সুপার মোহম্মদ সাইদুল ইসলাম বিষয় টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হচ্ছেন বরগুনা জেলার আমতলি উপজেলার গেড়াবুনিয়া ইউনিয়নের দেলোয়ার মৃধার ছেলে মাহতাব হোসেন, পটুয়াখালী গলাচিপা উপজেলার বেয়ালিয়া এলাকার হাবিব মৃধার ছেলে রাশেদুল মৃধা এবং লুটে নেয়া স্বর্নালংকার ক্রয়কারী রতন কুমার কর্মকার।
পটুয়াখালী পুলিশ সুপার মোহম্মদ সাইদুল ইসলাম প্রেসব্রিফিং এ জানান, গ্রেফতার আসামী মাহতাব হোসেন ইতিমধ্যে আদালতে ১৬৪ ধারায় স্বীকার উক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। অপরদিকে এই চক্রের মুল হোতা রাশেদুল মৃধার বাড়ি থেকে লুটে নেয়া স্বর্নালংকার সহ কাপড় চোপর, খেলনা পিস্তল, ঘরের তালা ভাঙ্গার বিভিন্ন সরঞ্জাম এবং মানুষকে অচেতন করার বিভিন্ন ঔষধ উদ্ধার করা হয়েছে। এই চক্রের বাকী সদস্যদেরও গ্রেফতারে পুলিশ অভিযান পরিচালনা করছে।