:::সীতাকুন্ড প্রতিনিধি:::
চট্টগ্রামের সীতাকুন্ডের গুলিয়াখালী সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর মেহেদী হাসান (১৬) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।বৃ
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ৯টায় জেলেদের সহযোগীতায় লাশটি উদ্ধার করা হয়।
নিখোঁজ মেহেদী হাসান কুমিল্লা সদর দক্ষিণ থানার সাতরা এলাকার ওমর ফারুকের ছেলে। তিনি কুমিল্লা মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ১৫ জনের একটি পর্যটক দল বুধবার সকালে সম্প্রতি সরকারি স্বীকৃতিপ্রাপ্ত উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। তারা দুপুর ১২টার সময় সাগরে গোসল করতে নামে। এ সময় সাগরের জোয়ারের স্রোতে মেহেদীসহ তার তিন বন্ধু পানিতে ডুবে যায়। এ সময় অন্যরা উঠে আসতে সক্ষম হলেও মেহেদী গভীর সমুদ্রে হারিয়ে যায়। প্রথমে তার অন্য সহপাঠীরা খোঁজাখুঁজি করে না পেলে পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি টিম দীর্ঘক্ষণ সন্ধান চালিয়ে না পেলে পরে চট্টগ্রাম নৌবাহিনীর দু’জন অভিজ্ঞ ডুবুরি রাত ১০টা পর্যন্ত তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করতে সক্ষম হয়নি।
স্থানীয় মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম বাহার বলেন, সকালে জেলেরা সমুদ্র থেকে ফেরার পথে একটি ভাসমান লাশ দেখে উদ্ধার করে সমুদ্র পাড়ে নিয়ে আসে। পরে মেহদীর পরিবারকে খবর দিলে তার মা লাশটি শনাক্ত করেন।
মেহেদীর আত্মীয় সৈয়দ মোহাম্মদ রুবেল বলেন, একমাত্র সন্তানকে হারিয়ে তার মা-বাবা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
উল্লেখ্য, বুধবার (৫ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে এ ঘটনা ঘটে।