24.5 C
Dhaka
Friday, October 3, 2025

বৃষ্টির লুকোচুরির পর আফগানিস্তানের জয়ের হাসি

আরও পড়ুন

 ক্রীড়া প্রতিবেদক:::::

বৃষ্টির চোখরাঙানি ছিলই। তবুও আশায় বুক বাধা যে, ২২ গজে বাংলাদেশ আফগানিস্তানের লড়াইটা অন্তত হবে। লড়াইটা হলো ঠিকই। কিন্তু জমে উঠলো না। বৃষ্টির লুকোচুরি খেলা সেই দুপুর থেকে। জমাট মেঘ সাগর পাড়ের স্টেডিয়ামের আশেপাশে ঘুরছিল সারাক্ষণ। সেটা থেমে থেমে বৃষ্টি ঝরে রাত পর্যন্ত। এর ফাঁকে যতটুকু খেলা হলো তাতে হাসল কেবল আফগানিস্তান। আষাঢ়ের এমন দিনে চট্টগ্রামে তারা প্রথম ওয়ানডে জিতল ১৭ রানে। বৃষ্টি আইনে পাওয়া এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে ৪৩ ওভারে নেমে আসা ম্যাচে ৯ উইকেটে ১৬৯ রান করে বাংলাদেশ। জবাবে ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে সমান ওভারে আফগানিস্তান ১৬৪ রানের লক্ষ্য পায়। কিন্তু আফগানিস্তান ২১.৪ ওভার খেলার পর আবার বৃষ্টির বাগড়া। ততক্ষণে তাদের রান ২ উইকেটে ৮৩।

আফগানিস্তান ১৭ রানে এগিয়ে। জয়ের জন্য এই ব্যবধান-ই যথেষ্ট ছিল। রাত ১১টা পর্যন্ত ছিল কাটআউট টাইম। এর আগে বৃষ্টি থামলে ৭.২ ওভারে ২৮ রান দরকার হতো নবী, রশিদদের। পুরো দিনের মতো শেষ কাজটা তাদের জন্য মামুলী হওয়ার কথা। কিন্তু বৃষ্টি থামার সম্ভাবনা না দেখায় ২০ মিনিট আগে ম্যাচ রেফারী জাভাগাল শ্রীনাত আফগানিস্তানকে বিজয়ী ঘোষণা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর