25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

সীতাকুন্ডে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে জখম

আরও পড়ুন

::::সীতাকুন্ড প্রতিনিধি:::

সীতাকুণ্ডে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক যুবককে ছুরি দিয়ে কুপিয়ে জখম করেছে বখাটেরা। গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে কুমিরা হিঙ্গুরী পাড়ায় এ ঘটনা ঘটে। পরে আহত মো. রবিউল সীতাকুণ্ড থানায় ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ মোট ১০/১২ জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত বখাটেরা অত্যন্ত দুষ্ট প্রকৃতির লোক এবং তারা দীর্ঘদিন ধরে স্কুল ও কলেজের মেয়েদেরকে ইভটিজিং করে আসছিল। আহত রবিউল জানান, গত দুই মাস পূর্বে তার খালাতো বোন স্কুলছাত্রীকে ইভটিজিং করার ঘটনায় বাধা দেয়াকে কেন্দ্র করে অভিযুক্ত আসামিরা তার উপর ক্ষিপ্ত হয়ে পড়ে। গত শনিবার সন্ধ্যা ৬টার দিকে তার খালাতো বোন তানিয়া আক্তার, মুন্নি আক্তার ও ভাই মোবারক হোসেন টুটুল এবং খালাতো ভাই সবুজ সহ কুমিরা যাওয়ার পথে পথ গতিরোধ করে রাফিত (২২) ও স্বাধীন (২৩) এর নেতৃত্বে ১০-১২ জনের একটি বখাটের দল। অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে। এসময় গালাগালির প্রতিবাদ করলে বখাটেরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। ছুরি দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করে রবিউল (২৩)কে। এসময় তার সাথে থাকা তার খালাতো বোন ও খালাতো ভাইকে মারধর করে। আহত রবিউল আরোও বলেন, আমার খালাতো বোন স্কুলছাত্রী মুন্নিকে এলোপাথাড়ি মারধর করে শ্লীলতাহানি করে টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় বখাটেরা। পরে স্থানীয়রা চিৎকার শুনে আমাদেরকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সীতাকুণ্ড থানা সূত্রে জানা যায়, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর