::::নিজস্ব প্রতিবেদক:::
মিরসরাইয়ে বড়কমলদহ রুপসী ঝর্ণায় নেমে নিখোঁজ ২ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।স্হানীয় বাসিন্দা সূত্রে জানা যায়,
মিরসরাইয়ে বড়কমলদহ রুপসী ঝর্ণায়৭ বন্ধু একসাথে এসেছিল।দুপুরের পর দুই জন কে পাওয়া যাচ্ছিলনা৷তারপর ৯৯৯ ফোন দেওয়া হলে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এসে ২জনকে কুপ থেকে মৃত উদ্ধার করে রাত ৮.৩০ মিনিটে।
নিহতরা হচ্ছেন চট্টগ্রাম জেলার আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনি মো. জামিলের ছেলে মো. আফসার(১৫) একই এলাকার মো. জসীমের ছেলে মো. আরিফ (১৮)।