25 C
Dhaka
Thursday, October 2, 2025

বন্দরে ভিড়েছে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লাবাহী দ্বিতীয় জাহাজ

আরও পড়ুন

পটুয়াখালী প্রতিনিধি ::::

পটুয়াখালীর পায়রা বন্দরে ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে এবার ভিড়েছে এমভি পাভো ব্রেভ নামের আরও একটি বিদেশি জাহাজ। আজ রোববার সকাল ৯টার দিকে জাহাজটি পায়রা বন্দরের অভ্যন্তরীণ নোঙরে ভিড়েছে। পায়রা বন্দর সূত্রে জানা গেছে, পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রে উৎপাদন বন্ধ হওয়ার পর নতুন করে শুরু হওয়া উৎপাদন অব্যাহত রাখতে কয়লা নিয়ে আসা দ্বিতীয় জাহাজ হলো এমভি পাভো।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক মো. আজিজুর রহমান বলেন, পানামার পতাকাবাহী জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে ছেড়ে এসেছে। ইতিমধ্যে জাহাজটি থেকে লাইটার জাহাজের মাধ্যমে কয়লা খালাসের কার্যক্রম শুরু হয়েছে। পাঁচ হাজার মেট্রিক টন কয়লা খালাস করার পর জাহাজটি পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জেটিতে নিয়ে ভেড়ানো হবে। এরপর বাকি কয়লা খালাস করা হবে।

পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী জার্জিস তালুকদার জানান, আমরা লাইটারের মাধ্যমে কিছু কয়লা খালাস করব। পরে এটি আমাদের বিদ্যুৎকেন্দ্রের জেটিতে নিয়ে এসে সরাসরি কয়লা খালাস করা হবে। কয়লা নিয়ে একের পর এক আরও অন্তত ১৫টি জাহাজ বিদ্যুৎ কেন্দ্রে আসবে। পায়রা বন্দরের পাইলট গোলাম রাব্বানি বলেন, মধ্যরাতে এ জাহাজটি আমাদের বন্দরের আউটারেজে এসে পৌঁছায়। পরে এটি পাইলটিং করে ইনার এ্যাংকোরেজে নিয়ে আসা হয়।

এর আগে গত ২২ জুন ৪১ হাজার ২৭ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি অ্যাথেনা নামের একটি জাহাজ পায়রা বন্দরে আসে। ওই কয়লা দিয়ে ২৫ জুন আবার বিদ্যুৎকেন্দ্রটি চালু করা হয় এবং বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে সঞ্চালন করা হয়। ৫ জুন কয়লাসংকটের কারণে পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর