25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

পটুয়াখালীতে দুগ্ধ খামারে দূর্বৃত্তের দেয়া আগুনে পুরলো চারটি গরু

আরও পড়ুন

পটুয়াখালী প্রতিনিধি ::::::

পটুয়াখালীতে দর্বৃত্তের দেয়া আগুনে একটি দুগ্ধ খামারের চারটি গরু পুরে মারা গেছে, এ সময় গরু বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছে খামারী জাহাঙ্গির খলিফা। আশঙ্কাজনক অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১ জুলাই) গভীর রাতে সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের পিরতলা গ্রামে জাহাঙ্গিরের ডেইরি ফার্মে এ ঘটনা ঘটে। এতে খামারির অন্তত দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

খামারি জাহাঙ্গীর খলিফা (৩৫) পিরতলা গ্রামের দলিল উদ্দিন খলিফার ছেলে। জাহাঙ্গীর দীর্ঘদিন দিনমজুর ও রিক্সা চালিয়ে সংসার চালাতেন। বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে তিনি একটি গরুর খামার করেন। তার ফার্মে প্রতিদিন ৪০ লিটার দুধ উৎপাদন হতো। যা তিনি নিজে নিয়মিত পটুয়াখালী শহরের পুরান বাজারে বিক্রি করতো। তবে হঠাৎ করেই আগুনে পুরে গরু গুলো মারা যাওয়ায় খামারি জাহাঙ্গির এখন পথে বসে গেল।

জাহাঙ্গির বলেন, আমার আর কিছু রইলো না। এই খামার থেকেই যা আয় হতো তা দিয়ে আমার সংসার এবং ছেলে মেয়ের লেখাপড়া চলতো। সবে মাত্র একটু ভালো ভাবে বেঁচে থাকার চেষ্টা শুরু করেছিলাম, তবে এক রাতেই সব শেষ।’ পটুয়াখালী জেলা ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি আবুল কালাম আজাদ বলেন,‘জাহাঙ্গির একজন সফল খামারি ছিল। সে নিজের খামারে উৎপাদিত দুধ নিজেই বাজারে বিক্রি করতো। তার এই ক্ষতি সে একা কোন ভাবেই কাটিয়ে উঠতে পারবে না। সরকার এবং সমাজের বৃত্তবানদের জাহাঙ্গিরের পাশে দারানোর জন্য আমরা অনুরোধ জানাবো।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান বলেন, ‘গতকাল রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আজ সকালেও পুলিশের একটি টিম ওই এলাকায় কাজ করছে। এটি আসলে দূর্ঘটনা নাকি কারো শত্রুতা বসত করা হয়েছে তার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর