27.2 C
Dhaka
Thursday, October 2, 2025

ঈদের দিনে ফাঁকা রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো

আরও পড়ুন

::: নিজস্ব প্রতিবেদক :::

সরকারি হিসেবে ঈদের আগে প্রায় অর্ধ কোটি মানুষ রাজধানী ঢাকা ছেড়েছেন । এ কারণে রাজধানী ঢাকা তার চিরচেনা রূপ পাল্টে নতুন রুপ নিয়েছে। ফাঁকা ঢাকা শহরে ঈদের দিনে নগরীর বিনোদন কেন্দ্রগুলোতে নেই দর্শনার্থী। ঈদ ছাড়া সাপ্তাহিক ছুটিতে যেমন ভিড় তেমনটাও দেখা যায়নি আজ।

বৃহস্পতিবার সরেজমিনে রমনা পার্ক, হাতিরঝিল এলাকায় গিয়ে দেখা যায়, ঈদের বিকেলে দর্শনার্থীদের তেমন আনাগোনা নেই। পরিবার বা বন্ধু সমেত বেড়াতে আসছেন কেউ কেউ।

কথা হয় রমনা পার্কে বেড়াতে আসা তাসনিমের  সঙ্গে। তিনি বলেন, ‘ সকাল থেকেই তো প্রচুর বৃষ্টি ছিল। বের হব কিনা তা নিয়ে দোটানায় ছিলাম। তবে দুপুরের পর থেকে বৃষ্টি থেমে যাওয়াতে বের হয়েছি। যদিও লোকজন অনেক কম। ‘

আরেক দর্শনার্থী রফিক  এসেছেন কলাবাগান থেকে। তিনি বলেন, ‘ আজ তো ভেবেছিলাম যে বেরই হব না। কিন্তু বৃষ্টি কমে যাওয়ার এখানে আসলাম। আবার কখন বৃষ্টি শুরু হয়ে যায় কে জানে।’

রমনা পার্কের শিশু চত্বর ছিল নীরব ও নির্জন। দুই একটা বাচ্চা ছাড়া কাউকেই দেখা যায়নি সেখানে। অথচ অন্যান্য সময় শিশুদের কলকাকলিতে মুখরিত থাকে এ স্থান।

পরিবার নিয়ে বেড়াতে আসা শাহেদুল ইসলাম বলেন, বৃষ্টি হলেও ঈদ উদযাপন করতে পরিবারসহ এখানে এসেছি। এ আবহাওয়াতে ভালোই লাগছে। ‘

অপরদিকে ঈদের দিনে  হাতিরঝিল এলাকাতেও খুব বেশি দর্শনার্থীর দেখা মেলেনি।

মগবাজার থেকে বেড়াতে আসা বাদল বলেন, সকাল থেকে কোরবানির গরু কাটা, বিতরণ করা ইত্যাদি নিয়ে ব্যস্ত ছিলাম। বিকেলে ফ্রি হতেই এখানে চলে এলাম।

আরেক দর্শনার্থী রুহেল আহমেদ  এসেছেন বাড্ডা থেকে। তিনি বলেন, ‘ মূলত বৃষ্টির কারণেই আজ অনেকে ঘর থেকে বের হতে চাননি। পরিবারের সঙ্গে ঘরে বসেই ঈদ উদযাপন করছেন।

ঈদের এই দিনটিতে চিরচেনা রাজধানী যেন পাল্টে গেছে। শহরের অধিকাংশ বিনোদন কেন্দ্রগুলো ফাঁকা। রাস্তায় যেমন নেই যানজট তেমনি মানুষের ভীড় নেই ফুটপাতে। হকারের হাক ডাক নেই। এজন্য অন্যরকম এক ‘ঢাকা ‘।

এইবাংলা/ হিমেল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর