25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

সীতাকুণ্ডে দেশীয় অস্ত্রসহ এক ডাকাত গ্রেপ্তার

আরও পড়ুন

:::নিজস্ব প্রতিবেদক:::

উপজেলার বাড়বকুন্ড ইউপির বাড়বকুন্ড উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাতৃভূমি অফিসের পাশে মহাসড়ক থেকে ১টি দেশীয় তৈরি ওয়ান সুটার গান ও ১টি নীল রংয়ের কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। এসময় কবির আহমেদ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়,রবিবার(২৫ জুন) গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড মডেল থানাধীন বাড়বকুন্ড ইউপিস্থ বাড়বকুন্ড উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাতৃভূমি অফিসের পাশে একদল পেশাদার সন্ত্রাসী ঈদ-উল- আযহা উপলক্ষ্যে মহাসড়কে ডাকাতি করার উদ্দেশ্যে একে অপরের মধ্যে আগ্নেয়াস্ত্র বিনিময় করবে। এমন খবর পেয়ে পুলিশের ১টি টিম ছদ্মবেশে ঘটনাস্থলে পৌঁছালে সেখানে অবস্থারত অস্ত্রধারী সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া দিয়ে কবির আহমদ নামের এক ডাকাতকে আটক করে পুলিশ।

এসময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির কোমরের পিছনে গোঁজা অবস্থায় ১টি দেশীয় তৈরি ওয়ান সুটার গান ও একটি নীল রংয়ের কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীর বাড়ি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার, বাড়বকুন্ড ইউনিয়নের ৮নং ওয়ার্ড, চৌধুরী পাড়া। কবির আহমেদ (৩৭)  বেচু কাজীর বাড়ীর জালাল আহম্মদ ছেলে।  তার বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় ইতি পূর্বেও খুন, দস্যুতা, মাদকদ্রব্য ও অস্ত্র আইনে ১০টি মামলা রয়েছে।

ধৃত আসামীকে গ্রেফতার পূর্বক থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

এইবাংলা/ তুহিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর