24.5 C
Dhaka
Friday, October 3, 2025

ঈদ উপলক্ষে চট্টগ্রামে বেড়েছে ফ্রিজ বিক্রি

আরও পড়ুন

তানভীর আহমেদ :::::

আসন্ন পবিত্র ঈদুল আযাহাকে কেন্দ্র করে বন্দরনগরী চট্টগ্রামে বেড়েছে রেফ্রিজারেটর তথা ফ্রিজ বিক্রির হার । নগরীর বেশ কয়েকটি শোরুম পরিদর্শন করে এবং ক্রেতাদের সাথে কথা বলে ফ্রিজ বিক্রির বৃদ্ধির ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে ।

নগরীর সদরঘাটের কালিবাড়ির সামনের মার্কেটে অবস্থিত নিড শোরুম পরিদর্শন করে দেখা গেছে , আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ফ্রিজ কেনার জন্য ক্রেতারা এসেছেন । তারা বিভিন্ন সাইজ এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ফ্রিজের ব্যাপারে ব্যাপক আগ্রহ প্রকাশ করছেন এবং নিজেদের সামর্থ্য ও সাধ্যের মধ্যে পছন্দের ফ্রিজটি ক্রয় করছেন ।

নীড শোরুমের স্বত্বাধিকারী মোহাম্মদ রূবেল চৌধুরী বলেন, ” আমার শোরুমে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন রেফ্রিজারেটরের ব্যাপক মজুদ রয়েছে। ক্রেতারাও শোরুমে এসে তাদের সামর্থ্য ও সাধ্যের মধ্যে পছন্দের ফ্রিজ ক্রয় করছেন অনায়াসে। পূর্বে গড়পরতা প্রতিদিন ৮-৯ টি ফ্রিজ বিক্রি হলেও কোরবান উপলক্ষে ফ্রিজ বিক্রি প্রায় তিন-চারগুণ বেড়েছে । এছাড়া ক্রেতাদের জন্য আমাদের আকর্ষণীয় উপহার সহ ডিসকাউন্ট ফ্রিজ বিক্রি বৃদ্ধির অন্যতম কারণ বলে আমি মনে করি ।

এই শোরুমে ফ্রিজ কিনতে আসা চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা পঞ্চাশোর্ধ মুদি দোকানদার আবুল কালাম বলেন , ” সাধারণত পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শোরুমগুলোতে ফ্রিজ বিক্রির ক্ষেত্রে আকর্ষণীয় ডিসকাউন্ট প্রদান করে । আমি সামান্য একজন মুদি দোকানদার ফ্রিজ কেনার আগ্রহ অনেকদিন থেকেই ছিল । এবার জমানো টাকা দিয়ে আমার সামর্থের মধ্যে ফ্রিজ কিনতে এসেছি।’

নগরীর কাপ্তাই রাস্তার মাথা সংলগ্ন বাহির সিগন্যালের এলজি শোরুম পরিদর্শন করে দেখা যায় , সেখানে গার্মেন্টস কর্মী রিতা আক্তার এসেছেন ফ্রিজ কিনতে । তার সাথে কথা বলে জানা যায় , ” পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শোরুম গুলো ফ্রি স্ক্যানার ক্ষেত্রে ছাড় দেওয়ায় দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ করতে সামর্থের মধ্যে ফ্রিজ কিনতে এসেছেন তিনি ।

সেই শো রুমের কর্তব্যরত ম্যানেজার আরিফ হোসেন বলেন , কোরবানি ঈদ উপলক্ষে আমাদের শোরুমে ফ্রিজ বিক্রির হার প্রায় পাঁচগুণ বেড়েছে । ক্রেতারাও দলবেঁধে আসছেন সপরিবারে ফ্রিজ ক্রয় করতে । বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবর্তী পরিবারের লোকজন বেশি আসছেন ফ্রিজ ক্রয় করতে । উল্লেখ্য, বৈশ্বিক পরিস্থিতির কারণে ফ্রিজ আমদানির ক্ষেত্রে খরচের হার কিছুটা বাড়লেও তবুও ক্রেতারা থেমে নেই ফ্রিজ ক্রয় করতে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর