25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

মিরসরাই ঝর্নায় আটকে পড়া ১৫ শিক্ষার্থীকে উদ্ধার

আরও পড়ুন

:::নিজস্ব প্রতিবেদক:::

মিরসরাইয়ের ওয়াহেদপুর ইউনিয়নের সোনাইছড়ি ঝর্না দেখতে গিয়ে আটকে পড়া ১৫জন পর্যটককে উদ্ধার করেছে মিরসরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা।মঙ্গলবার (২৭ জুন) সকালে চট্টগ্রাম শহর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একদল শিক্ষার্থী সোনাইছড়ি ঝর্না দেখতে এসে আটকা পড়ে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল পেয়ে পাহাড়ের গহীন থেকে তাদের উদ্ধার করা হয়।
ঝর্নায় আটকে যাওয়া পর্যটকরা হলো— বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী অয়ন চৌধুরী, সৌম্য বিশ্বাস, অর্ণব দাশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা, ঐশী, দিবা, চট্টগ্রাম প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর শিক্ষার্থী রাজদীপ, দেব জ্যোতি, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী জুঁই, অদ্বিতীয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী পুনম বড়ুয়া, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী অঙ্কন দাশ, নীলাঞ্জনা, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সৌমিক, গ্রীন হেরাল্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী অর্পা চৌধুরী

বুয়েট শিক্ষার্থী অয়ন চৌধুরী বলেন, মঙ্গলবার সকালে আমরা বন্ধুরা মিলে সোনাইছড়ি ঝর্না দেখতে যাই। দুপুরে বৃষ্টি শুরু হলে পাহাড়ি পথ পিচ্ছিল হয়ে ঝিরি পথে হাঁটা কষ্টসাধ্য হয়ে যায়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আমাদের উদ্ধারে সহায়তা করে।

উদ্ধার হওয়া এই শিক্ষার্থী আরো বলেন, আমরা এসএসসিতে সবাই চট্টগ্রাম নগরীর সেন্ট প্ল্যাসিডস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী ছিলাম। ঈদের ছুটিতে বাড়িতে এসে সকল বন্ধুরা মিলে সোনাইছড়ি ঝরনা দেখতে যাওয়ার পরিকল্পনা করি।

মিরসরাই থানা সূত্রে জানা যায়, সোনাইছড়ি ঝরনা দেখতে এসে মঙ্গলবার দুপুরে অঝোর বৃষ্টি শুরু হলে পাহাড়ের গহীনে আটকে পড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী। এসময় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে মিরসরাই থানা পুলিশের সহযোগিতা নেয় তারা। পরবর্তীতে মিরসরাই থানা পুলিশ ও মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন এর স্টেশন সূত্রে জানা যায়, সোনাইছড়ি ঝরনা দেখতে গিয়ে আটকে পড়া ১৫ জন পর্যটককে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মিরসরাই থানার মাধ্যমে সন্ধ্যায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর