নাটোর প্রতিনিধি ::::
আজ দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে আওয়ামী লীগ ও জাতীয়পার্টির অর্ধ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। এসময় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম,রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বর্তমান সরকার কেবল ভোট নয়, মানুষের পকেটও চুরি করছে। ফ্যাসিবাদী সরকারের সঙ্গে ফয়সালা হবে রাজপথে। এদের অধীনে কোনো নির্বাচনে যাবে না বিএনপি।
আমরা জনগণের ভোটের অধিকার আদায় করে তারপর ঘরে ফিরব। আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। জনগণের দাবী দাবি মেনে নিতে এখন জাতির সামনে কোন বিতর্ক নেই। একটাই লক্ষ্য যে আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পদত্যাগে বাধ্য করে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারি, পূরণ করতে পারি। জনগণের একটা পরিষ্কার দাবি, শেখ হাসিনার নেতৃত্বে থাকলে দেশে কোন নির্বাচন হবে না। এটা সাধারণ মানুষের কথা।
সদর থানা বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে অনুষ্টানে আরোও বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদস্য সচিব রহিম নেওয়াজ , যুগ্ম আহবায়ক কাজী শাহ আলম ,নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন , জেলা বিএনপি’র অন্যতম নেতা ফরহাদ আলী দেওয়ান শাহীন , সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম , দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ ও আবুল হাসেম গেদু ।অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা রুশবা আহম্মেদ জাদুর নেতৃত্বে আঃলীগ ও জাতীয় পার্টির অর্ধ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন ।