জকিগঞ্জ প্রতিনিধি::::::
সিলেটের জকিগঞ্জে প্রভাবশালীদের বিরুদ্ধে সরকারি খাল দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। গত সোমবার জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এলাকাবাসী একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এলাকাবাসী। জানা যায়, উপজেলার সুলতানপুর ইউনিয়নের ৯ ও ২ নং ওয়ার্ডের মধ্য দিয়ে বয়ে যাওয়া একটি সরকারি খাল দখল হয়ে যাওয়ায় গত কয়েক বছরের মধ্যে ওই এলাকার বেশ কয়েকটি গ্রামে চরম জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ইলাবাজ, সাতঘরী ও সখড়া গ্রামের লোকজন চরম জনদুর্ভোগে পড়েছেন।
জরুরী ভিত্তিতে দখলকৃত খাল পুনরুদ্ধার করে খননের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। অবৈধভাবে দখলে নিয়ে বালু ভরাট করে গড়ে তুলছেন বাড়ি বা বাড়িতে যাতায়াতের জন্য রাস্তা। ফলে ওই এলাকায় পানি নিষ্কাশন বন্ধ রয়েছে বহুবছর ধরে। অনেক স্থানে বছরের বেশির ভাগ সময়ই জলাবদ্ধতা সৃষ্টি হয়ে থাকে। আইন কানুনের তোয়াক্কা না করে হাজার হাজার কৃষক পরিবারকে সেচ সংকটের মুখে ফেলে নিজেদের স্বার্থের জন্য সরকারি খাল দখল করতে খালে বিভিন্ন পায়তারা চালিয়ে যাচ্ছে ওই প্রভাবশালীরা।
সখড়া গ্রামের বেশ কয়েকজন বাসিন্দা বলেন, সরকারি জায়গা দখলের মহা উৎসব চলছে। এলংজুরী স্কুলের জায়গা থেকে শুরু করে, সরকারি খাল ও রাস্তার ইট তুলে নিচ্ছে ওইসব প্রভাশালীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সখড়া গ্রামের দুলু মিয়ার বাড়ির সম্মুখ হতে (ইলাবাজ-সখড়া দুটি গ্রামের সীমানা খাল) এলংজুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশ দিয়ে বয়ে যাওয়া খালটি হাওড়ের সাথে সংযুক্ত হয়েছে। গুরুত্বপূর্ণ এই খালটি ইলাবাজ, সাতঘরী, সখড়া, ও এলংজুরি গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র খাল। খাস খতিয়ানভূক্ত এই খালটির দুই পাশ ঠিক থাকলেও মধ্যখানে অত্র এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি মাটি দিয়ে ভরাট করে অবৈধভাবে ভোগদখল করে আসছেন। এজন্য সামান্য বৃষ্টি হলেই পাঁচ-ছয়টি গ্রাম সহ কয়েকটি জনগুরুত্বপূর্ণ রাস্তা পানিতে তলিয়ে যাচ্ছে। বর্তমান বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিষ্কাশনের সুযোগ না থাকায় উল্লিখিত গ্রাম সমূহের প্রধান রাস্তাগুলো সহ কয়েক একর কৃষি জমি পানিতে তলিয়ে গেছে।
উক্ত রাস্তাগুলো পানিতে তলিয়ে যাওয়ার ফলে এলংজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় ও হাফসা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের কয়েক শত শিক্ষার্থী সহ বাবুর বাজার, থানাবাজার ও জকিগঞ্জ বাজারের ব্যবসায়ী, চাকরিজীবী ছাড়াও এলাকার জনসাধারণের দৈনন্দিন চলাচলে বিঘ্ন ঘটছে। দখলদার ব্যক্তিরা প্রভাবশালী হওয়াতে সাধারণ মানুষ শত কষ্ট ভোগ করেও কাউকে কিছু বলার সাহস পাচ্ছে না।
উপজেলার ইলাবাজ গ্রামের বাসিন্দা আব্দুর রুফ বলেন, গতকাল সোমবার (২৬-জুন) জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি অভিযোগ দায়ের করেছি।সখড়া গ্রামের কমর উদ্দিন ওরফে কমু মিয়া ও আব্দুশ শুকুরের বাড়ির পাশে খালের ওপর মাটি ভরাট করে নিজের স্বত্ত দাবী করছেন। এতে করে খালটি দিয়ে অত্র এলাকার পানি চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে। আর তাই সামান্য বৃষ্টি হলেই এই এলাকার জনগণের দুর্ভোগের শেষ থাকে না। তিনি আরো বলেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন সারাদেশে খাল ও নদী-নালা দখলমুক্ত করবেন। তাই আমরা আশাবাদী ইউএনও মহোদয় বিষয়টি আমলে নিয়ে খালটি দখলমুক্ত করে পানিবন্দি গ্রামগুলোর পানি নিষ্কাশন সুবিধা নিশ্চিত করবেন।
অভিযুক্ত সখড়া গ্রামের কমর উদ্দিন ওরফে কমু মিয়া বলেন, এলংজুীর লোকজন দীর্ঘদিন থেকে খালের পানি বন্ধ ও সরকারি খাল দখল সহ রাস্তার সরকারি ইট তুলে নিচ্ছে। আমার বাড়িতে কোন সরকারি জায়গা নেই। এবং ওপর অভিযুক্ত আব্দুস শুক্কুরে সাথে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি।
এছাড়া অভিযোগে আনসার সদস্য আব্দুর রুফ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীর সহ নানান শ্রেণী পেশার মানুষের স্বাক্ষর রয়েছে। স্থানীয়দের করা অভিযোগে অবগতী হিসেবে উল্লেখ রয়েছে, জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, জকিগঞ্জ প্রেসক্লাব।