25 C
Dhaka
Thursday, October 2, 2025

সিলেটের ত্রিশ হাজার ভোটের ব্যবধানে নৌকার প্রার্থী এগিয়ে

আরও পড়ুন

:: মিজবাউল ইসলাম ::

সিলেট সিটিতে পঞ্চমবারের মতো নির্বাচন হচ্ছে। আট মেয়র প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত আনোয়ারুজ্জামান চৌধুরী এবং জাতীয় পার্টি মনোনীত নজরুল ইসলাম বাবুলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। সিলেট সিটি করপোরেশনে এখন পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়েছে ৪৫ কেন্দ্রের। এতে নৌকার মনোনীত প্রার্থী পেয়েছেন ৩৯ হাজার ৫১৯ ভোট।

এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ১০ হাজার ৫১৩ ভোট।

সকাল থেকে বৃষ্টি আশঙ্কা মাথায় নিয়েই দিনভর সব কেন্দ্রেই ছিলো ভোটারদের দৃশ্যমান উপস্থিতি। সকালে নগরীর পাঠানটুলা শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদরাসা কেন্দ্রে সস্ত্রীক ভোট দিয়ে জয়ের ব্যপারে আশাবাদের কথা জানান আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।

ভোটের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথা জানান রিটার্নিং কমকর্তাও। সিলেট নগরীর ৪২টি ওয়ার্ডে সবগুলো ভোটকেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ হয়।এবারের সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৭৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৮৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এইবাংলা/ তুহিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর