::: মেজবাউল ইসলাম :::
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণের আর মাত্র এক ঘণ্টা বাকি রয়েছে। নগরীর বিভিন্ন ওয়ার্ডে স্বতঃস্ফূর্তভাবে নারী-পুরুষ ভোট দিচ্ছেন। এরমধ্যে বেলা পৌনে তিনটার দিকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা কেন্দ্রে দুই প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কেন্দ্র করা নিয়র কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতারত টিপিন ও ঝুড়ি প্রতীকের সমর্থকদের মধ্যে এই ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শিরা জানান, একদল যুবক কেন্দ্র ডুকার চেষ্টা করেন। কেন্দ্র দখল করা কথা শুনে দরগা মহল্লার লোকজন জড়ো হয় কেন্দ্রের গেটে। সৈয়দ তৌফিকুল হাদি (ঝুড়ি) ও আনোয়ারুস সাদাতের সমর্থকদের মধ্যে বাকবিতন্ডার জের ধরে শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। তবে এই সময়ে ভোটগ্রহণ বন্ধ হয়নি। পরে দায়িত্বপালনরত পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
১ নং দরগা মহল্লা ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি বলেন, : কিছু ঊশৃংখল যুবক আলিয়া মাদ্রাসা কেন্দ্র দখলের চেষ্টা করলে স্থানীয়রা তাদের ধাওয়া দিয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শাস্ত আছে। কোন সমস্যা নেই। ‘
এদিকে, ভোটগ্রহণ শুরুর আগে সকাল ৭টা থেকেই লাইনে দাঁড়িয়েছিলেন ভোটাররা। ইভিএম-এ ভোট দেওয়া নিয়ে এক ধরণের কৌতুহল কাজ করছে তরুণ ভোটারদের মধ্যে।
বিপুল উৎসাহ-উদ্দীপনায় নারী-পুরুষ ভোটাররা ভোট দিচ্ছেন। এবারের সিসিক নির্বাচনে ভোটকেন্দ্র রয়েছে মোট ১৯০টি। এর মধ্যে ১৩২ কেন্দ্রকে ‘গুরুত্বপূর্ণ’ (ঝুঁকিপূর্ণ) হিসেবে চিহ্নিত করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।এবার বর্ধিত এলাকাসহ এবার মোট ৪২টি ওয়ার্ড নিয়ে সিসিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মোট ভোটার সংখ্যা হলেন ৪ লাখ ৮৭ হাজার ৭৪৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৪ হাজার ৩৬৩ জন ও ২ লাখ ৩৩ হাজার ৩৮৪ জন হলেন নারী ভোটার।
এইবাংলা /তুহিন