25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

হযরত শাহ্ সুফী আমানত খান (রহঃ)’র বার্ষিক ওরস মাহফিল সম্পূর্ণ

আরও পড়ুন

:::এম ইদ্রিস নিজামী:::

বিশ্ব মুসলিম আজ বিভিন্ন ভ্রান্ত মতবাদে বিভক্ত হয়ে আছে বলেই আজ মুসলমানরা বিধর্মীদের নির্যাতনের স্বীকার হচ্ছে। মহান আল্লাহ্ এবং রসুল সাল্লাহু আলাইহিসসালাম এর নির্দেশিত পথে চলতে পারলে দুনিয়া আখেরাত শান্তি ও কামিয়াবী হবে। শাহেনশাহে বেলায়ত হযরত শাহ্ সূফী আমানত খান (রহঃ) আল্লাহ রাব্বুল আলামিন এর নিকট অতি উচ্চ স্তরের অলি হয়ে আল্লাহ্ ও রাসুল (সাঃ)’র সন্তুষ্টির জন্য রাতদিন এবাদতে মশগুল থেকেও খুব সাধারণ জীবন যাপন করেছেন। মানুষের মধ্যে আধ্যাত্মীক সাধনা ও মানবিক চেতনা জাগ্রত করাই আল্লাহর অলীদের জীবন মিশন। ঐক্যবদ্ধ হয়ে শ্রেষ্ঠগ্রন্থ আল কোরআন ও হাদীসের আলোকে বাবাজান ক্বেবলার দেখিয়ে যাওয়া পথে আমরা চলতে পারলেই দেশের হানাহানী, মারামারি, হিংসা-দ্বেষ পিছনে ফেলে আমরা দেশ গড়ার জন্য এগিয়ে যেতে পারবো।
বাবাজান ক্বেবলা হযরত শাহ্ সূফী আমানত খান (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফে সভাপতির বক্তব্য রাখতে গিয়ে আওলাদে পাক ও সাজ্জাদানশীন হযরত শাহ সূফী আলহাজ¦ শাহজাদা সৈয়দ খাজা মোঃ বেলায়েত উল্লাহ্ খান আল হাসানী (ম.জি.আ) উপরোক্ত কথাগুলো বলেন।
অদ্য ১৯শে জুন রোজ সোমবার বাদে আছর শাহেন শাহে বেলায়ত, বাবাজান ক্বেবলা হযরত শাহ্ সূফী আমানত খান (রহঃ) এর বার্ষিক ওরশ শরীফ উপলক্ষ্যে দরবার শরীফ ও হযরত শাহ্ সূফী আমানত খান (রহঃ) ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে আয়োজিত মিলাদ. ক্বেয়াম, আলোচনা সভা ও দোয়া মাহফিল আওলাদে পাক ও সাজ্জাদানশীন হযরত শাহ সূফী আলহাজ¦ শাহজাদা সৈয়দ খাজা মোঃ বেলায়েত উল্লাহ্ খান আল হাসানী (ম.জি.আ)’র সভাপতিত্বে ও আওলাদে পাক, শাহজাদা সৈয়দ মোঃ হাবিব উল্লাহ্ খান মারুফ মিয়ার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহজাদা সৈয়দ মোঃ আরিফ উল্লাহ্ খান তাঈফ,সাহাবউদ্দীন হাসান বাবু, মশিউর রহমান খাদেম জনি,মোহাম্মদ মোরশেদুল ইসলাম, সাইফুদ্দীন আহমেদ মিহির, নেসার আহমদ মিন্টু সহ প্রমূখ।
দুই দিনব্যাপী পবিত্র কোরআন শরীফ খতম, খতমে খাজেগান, তাহলিল শরীফ, মিলাদ শরীফসহ ব্যাপক অনুষ্ঠানমালার শেষ দিনের মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর উন্নতি ও সুখ-সমৃদ্ধি কামনা করে মুনাজাত পরিচালনা করেন, হযরত শাহ সূফী আলহাজ্ব শাহজাদা সৈয়দ খাজা মোঃ বেলায়েত উল্লাহ্ খান আল হাসানী (ম.জি.আ)। পরে সর্বস্তরের আশেকানে ভক্তদের মাঝে তবরুখ বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর