25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

চবিতে হাল্ট প্রাইজ এর পঞ্চম আসর সম্পন্ন : চ্যাম্পিয়ন টিম ক্রোমা

আরও পড়ুন

::সামিউল করিম , চবি প্রতিনিধি::

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’-এর পঞ্চম আসরের ক্যাম্পাস সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, এবারের চ্যাম্পিওন “টিম ক্রোমা”৷

সোমবার (১৯ জুন) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।

এবার প্রায় ৯০টি দলের মধ্য থেকে প্রাথমিক বাছাই পর্ব শেষে ১৬ টি দল সেমিফাইনাল এবং ৬টি দলকে ফাইনালের জন্য নির্বাচিত করা হয়। গ্রান্ড ফিন্যালে এই ৬ টি দলের সদস্যরা নিজেদের বিজনেস প্লান বিচারকদের সামনে উপস্থাপন করেন। পরবর্তীতে বিচারকদের বিচারে টিম ক্রোমা চ্যাম্পিয়ন, ১ম রানার আপ টিম ফিন্যান্স উইজার্ড এবং ২য় রানার আপ হয় টিম ফোনিক্স।

চবি হাল্ট প্রাইজের ক্যাম্পাস ডিরেক্টর রিজোয়ানুল হক রাফি জানান, অন ক্যাম্পাস রাউন্ডে বিজয়ী দলগুলো পরবর্তীতে রিজিওনাল সামিটে এবং সেখানে বিজয়ী দলটি গ্লোবাল সামিটে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে থাকে। গ্লোবাল সামিটে চূড়ান্ত বিজয়ী দলটি তাদের বিজেনস আইডিয়া বাস্তবায়নের জন্য পাবে এক মিলিয়ন মার্কিন ডলার।

সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট এর সহকারী অধ্যাপক এনামুল হক। তিনি বলেন ” শিক্ষার্থীরা এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে একটি স্টার্টআপ জেনারেশন এর ব্যাপারে পুরোপুরি ধারণা পেয়ে থাকে৷ ”

হাল্ট প্রাইজ’ বিশ্বের ১২১টির বেশি দেশে তিন হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে। এটি বিশ্বের কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের সবচেয়ে বড় বিজনেস আইডিয়ার প্রতিযোগিতামূলক আসর। এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানমূলক উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করে থাকে।

এইবাংলা /তুহিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর