24.3 C
Dhaka
Thursday, October 2, 2025

কারো নিষেধাজ্ঞা নির্বাচন ঠেকাতে পারবে না

আরও পড়ুন

::: নিজস্ব প্রতিবেদক :::

মার্কিন যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের প্রতি ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘কারও নিষেধাজ্ঞায় বাংলাদেশের নির্বাচন থেমে থাকবে না। আমরা বাইরের দেশের হস্তক্ষেপে নির্বাচন চাই না। আমাদের স্বাধীন নির্বাচন কমিশন আছে।’

শুক্রবার (১৬ জুন) বিকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিএনপি আবারও ‘ষড়যন্ত্র ও সন্ত্রাস’ শুরু করছে মন্তব্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘তারা যে হাতে হামলা করবে, সেই হাত আমরা ভেঙে দিতে হবে। যে হাতে আগুন লাগাতে আসবে, সেই হাত পুড়িয়ে দিতে হবে।’

দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে বিএনপি জঙ্গিদের আশ্রয় দিয়েছে— এমন অভিযোগ করে তিনি বলেন, ‘যারা এ দেশে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, যারা পরপর কয়েকবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে— সেই অপশক্তি হচ্ছে বিএনপি। এই অপশক্তির হাতে আমরা ক্ষমতা ছেড়ে দিতে পারি না।’

বিএনপি ক্ষমতা থাকতে ‘ভোট চুরি’ করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতায় থাকতে বাংলাদেশকে দুর্নীতিবাজদের দেশ হিসেবে চিহ্নিত করেছে। তারা আবার ক্ষমতায় গেলে দেশটাকে গিলে খাবে, গণতন্ত্র গিলে খেয়েছে। আর নয় খালেদা জিয়ার দুঃশাসন— এটাই আমাদের শপথ।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে তিনি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে তার কথায় তাদের প্রার্থীরা সরে দাঁড়াননি। যতই ষড়যন্ত্র করুক, নির্বাচন হবে, ইনশাল্লাহ। নির্বাচনে হেরে যাওয়ার ফল তারা জানে।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি প্রমুখ।

এইবাংলা/ তুহিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর