24 C
Dhaka
Friday, October 3, 2025

নোয়াখালীতে নৃশংসভাবে মা-মেয়ে খুন

আরও পড়ুন

::: নোয়াখালী প্রতিনিধি :::

নোয়াখালীতে মা এবং মেয়েকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পালিয়ে যাবার সময় হাতে নাতে একজনকে ধরেছে এলাকাবাসী। বুধবার সাড়ে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুপ্তাংকের বার্লিংটন মোড় সংলগ্ন কচি মিয়ার বাসার দ্বিতীয়তলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফজলে আজিম কচি মিয়ার স্ত্রী নূর নাহার বেগম (৪০) ও তার মেয়ে হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ফাতেমা আজিম প্রিয়ন্তী (১৬)।

পরকীয়া প্রেমিকের সঙ্গে টাকা নিয়ে টানাপড়েনের কারণে মা-মেয়ে জোড়া খুনের ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সুধারাম মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম।

জেলা পুলিশ সুপার-এসপি মো. শহীদুল ইসলাম জানান, প্রবাসী আলতাফের সঙ্গে প্রেম ও আর্থিক লেনদেন নিয়ে দ্বন্দ্বের জেরে এ হত্যাকাণ্ড ঘটে।আলতাফকে সন্ধ্যায় জেলার মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। সেখানে তিনি হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিতে রাজি হন।

জানা গেছে, গ্রেপ্তার আলতাফ হোসেনের বাড়ি (২৮) লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়নে। তিনি ওমান প্রবাসী ছিলেন।

জবানবন্দি নেওয়ার পর রাত ১০টার দিকে তাকে জেলা কারাগারে পাঠানো হয় বলে এসপি জানান।এ হত্যাকাণ্ডে গ্রেপ্তার আলতাফ হোসেন (২৮) কে জিজ্ঞাসাবাদে এ তথ্য মিলেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুড়ির কভার আলতাফের মেস থেকে উদ্ধার করা হয়েছে।

এইবাংলা / তুহিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর