25 C
Dhaka
Thursday, October 2, 2025

অবশেষে চট্টগ্রাম নগর যুবলীগের আংশিক কমিটি ঘোষণা

আরও পড়ুন

::: তানভীর আহমেদ :::

নানা জল্পনা কল্পনার শেষে সম্মেলনের এক বছর পর ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম মহানগর যুবলীগের আংশিক  কমিটি। মঙ্গলবার (১৩ জুন) কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে যুবলীগের কমিটি তিন বছরের জন্য ঘোষণা করা হয়।

একইসাথে  সিরাজগঞ্জ জেলা যুবলীগের কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় যুবলীগ।

আগামী তিন বছরের জন্য চট্টগ্রাম মহানগর যুবলীগ শাখায় মো. মাহাবুবুল হক সুমন চৌধুরীকে সভাপতি এবং মো. দিদারুল আলমকে সাধারণ সম্পাদক করে ১৩১ সদস্যের মধ্যে ৪০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

এবং সিরাজগঞ্জ জেলা শাখার আলহাজ্ব মো. রাশেদ ইউসুফ জুয়েলকে আহ্বায়ক ও মো. হাসান শহীদ চঞ্চল, সঞ্জয় কুমার সাহা, মো. আলহাজ্ব সরকারকে যুগ্ম-আহ্বায়ক করে আগামী ৯০ দিনের জন্য ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছেন।

মঙ্গলবার (১৩ জুন) যুবলীগের উপ দফতর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়েছে।

গত বছরের ৩০ মে অনুষ্ঠিত সম্মেলনের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য চট্টগ্রাম মহানগর শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়। এই কমিটির শূন্য পদগুলো পূরণ করে আগামী ৬০ দিনের মধ্যে কেন্দ্রের অনুমোদনের জন্য জমা দেওয়ায় নির্দেশ প্রদান করা হয়েছে।

এইবাংলা /তুহিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর