::: নিজস্ব প্রতিবেদক :::
পতেঙ্গা থানাধীন চরপাড়া গোল্ডেন বিচ এলাকায় তুচ্ছ ঘটনায় মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ জুন) রাতে পতেঙ্গার চরপাড়া গোল্ডেন বিচ এলাকায় দুজনের মারিমারিতে মোঃ আলমগীর (৫০) নামে এক পান-সিগারেট বিক্রিতার মৃত্যু হয়।
নিহত ব্যক্তি চরপাড়াস্থ ডাঃ ফিরোজের বাড়ির পাশে আব্দুস সালামের ভাড়া বাসায় থাকতো। তাঁর পৈত্রিক বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার সফরভাটা গ্রামে । নিহত আলমগীর পেশায় ছিলেন একজন পান সিগারেট বিক্রেতা।
বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসাইন।
তিনি জানান, এক ভাতের দোকানির সঙ্গে আলমগীরের ঝগড়া হয়। একপর্যায়ে দু’জন মারামারি হয়। এতে আলমগীর জ্ঞান হারিয়ে পড়ে যান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এইবাংলা/ তুহিন