25.3 C
Dhaka
Thursday, October 2, 2025

হাতিয়ায় মেঘনা নদীতে মালবাহী ট্রলারডুবি

আরও পড়ুন

::::নিজস্ব প্রতিবেদক::

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর সংলগ্ন বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কারণে ঝড়ের কবলে পড়ে ‘এম বি মোহছেন আউলিয়া’ নামে একটি মালবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।

এসময় পাশে থাকা একটি লাইটার জাহাজের সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারে থাকা ৮মাঝি-মাল্লাকে জীবিত উদ্ধার করা হয়েছে। ট্রলারটি চট্টগ্রাম থেকে পণ্য বোঝাই করে হাতিয়ার নলচিরা ঘাটের উদ্দেশ্যে আসছিলো।উদ্ধার হওয়া জেলেদের বৃহস্পতিবার রাতে হাতিয়ার নলচিরা ঘাটে নামিয়ে দেওয়া হয়। এর আগে বিকেলে বঙ্গোপসাগরের কর্ণফুলী ১নম্বর বয়ার সামনে এ দুর্ঘটনা ঘটে।

ট্রলারের মাঝি মো. জিহাদ উদ্দিন বলেন, ভোর ৪টার দিকে চট্টগ্রামের চাকতাই ফিশারিঘাট থেকে মালামাল বোঝাই করে হাতিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়।সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে কাল বৈশাখীর কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। পরে পাশে থাকা ‘এমভি মায়মুনা’ জাহাজ এসে আমাদের সাত মাঝি-মাল্লাকে জীবিত উদ্ধার করে।

এইবাংলা /তুহিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর