::: নিজস্ব প্রতিবেদক :::
‘চাঁদা না পেয়ে’ এ মিজানুর রহমান নামে গণপূর্ত বিভাগের এক ঠিকাদারকে মারধরের অভিযোগ পাওয়া গেছে আদনান হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে (৬ মে) ভুক্তোভোগী মিজানুর রহমান বাদি হয়ে কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেন।
গত ৩ মে বিকেলে নগরীর কোতোয়ালী থানাধীন দেওয়ানবাজার সিএন্ডবি কলেনিতে নির্মাণ কাজ থেকে থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ করেন মিজানুর রহমান।
মামলার আসামিরা হলেন- সাব্বির খান (২৬), এখলাছ উদ্দিন আরমান (২৬) ও মইন খান (২৫)। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে আসামি করা হয়। আসামিরা সকলেই ২০১৮ সালের জানুয়ারিতে নগরীর জামালখান এলাকায় খুন হওয়া চট্টগ্রাম কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আদনান ইসফার খুনের মামলার অভিযুক্ত আসামি। তারা ওই সময়ে গ্রেপ্তার হয়ে কারাগারেও গিয়েছিলেন।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একজন ঠিকাদারকে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বিষয়টি পুলিশ তদন্ত করছে। অভিযুক্তদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মামলার এজহারে মিজান উল্লেখ করেন, ‘দেওয়ানবাজার সিএন্ডবি কলোনির গেট নতুনভাবে নির্মাণসহ কলোনির আবাসন মেরামতের কাজ পাওয়ার পর আসামিরা এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। তাদের চাঁদা দিতে অস্বীকার করলে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে। এরমধ্যে গত ৩ মে নির্মাণ কাজ দেখতে আসলে বিকেল ৩টা ২৫ মিনিটের দিকে কলোনির গেট থেকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে আমার পকেটে থাকা ৩২ হাজার ৭০০ টাকা নিয়ে যায় তারা। এসময় আমার সহকর্মী রায়হানুল আমিন অভি ঘটনাস্থলে উপস্থিত হলে তারা পালিয়ে যায়। পরে সেখান থেকে আমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়।’
এইবাংলা/ তুহিন