::: নাদিরা শিমু:::
কেউ শ্রমিক, আবার কেউ সিএনজি চালক -চট্টগ্রামে পতেঙ্গায় প্রকাশ্যে জুয়ার আস্তানা গড়ে তুলা হয়েছে তাদের পুঁজি করেই। প্রকাশ্যে জুয়া খেলার সময় ৮ জন জুয়াড়ি ধরা পড়েছে পুলিশের জালে। এ সময় জুয়া খেলার সরঞ্জাম, তাস এবং নগদ ৩ হাজার ৬শ টাকা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৯ মে) উত্তর পতেঙ্গার মুন বেকারী গলির নুর মোহাম্মদ বিল্ডিং থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলো—মো. আনোয়ার (২৮), মো. জুয়েল রানা (২২), মো রনি (২৯), মো. শামছুল ইসলাম রাজু (২২), মো. রাসেল (২৭), মো. আজাদ (২৭), মো. শহিদুল ইসলাম (২৪), মো. জসীম উদ্দিন (২৫)। এদের সবাই দেশের বিভিন্ন জেলার বাসিন্দা হলেও কর্মসুত্রে চট্টগ্রামে বসবাস করে আসছেন।
এ বিষয়ে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন বলেন, মাদক, জুয়াসহ সকল ধরনের অবৈধ কার্যকালাপের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এইবাংলা /তুহিন.সিপি