Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img
Homeখেলা-ধুলাশান্ত-হৃদয়ের ধীর লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ

শান্ত-হৃদয়ের ধীর লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ

ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয় মিলে চেষ্টা করছেন দলকে টেনে তুলতে। গড়ে তুলেছেন পঞ্চাশোর্ধ রানের জুটি। যদিও একেবারে গতি নেই রানে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ শনিবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মিরপুরে টসে হেরে আগে ব্যাট করছে টাইগাররা। অভিষেক হয়েছে মাহিদুল ইসলামের, একাদশে ফিরেছেন সৌম্য সরকার।

তানজিদ তামিমের বদলে সাইফ হাসানের সাথে এদিন ইনিংস শুরু করতে আসেন সৌম্য। চ্যাম্পিয়নস ট্রফির পর প্রথমবার ওয়ানডে খেলতে নামেন তিনি। তবে পারেননি সুবিধা করতে, মাত্র ৪ রানেই শেষ তার ইনিংস।

জয়দেন সিলসের করা ২.১ ওভারে রোস্টন চেজকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার ১ বল আগেই ফেরেন সাইফ হাসানও, ৬ বলে ৩ রান করে রোমারিও শেফার্ডের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন তিনি।

মাত্র ৮ রানে ২ উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে তুলার চেষ্টা করতে থাকেন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। সেই ধাক্কা সামলে উঠলেও রানে গতি আনতে পারেননি, ১১৩ বল খেলে যোগ করেছেন ৬০ রান।

এই মুহূর্তে ২১ ওভার শেষে দলের সংগ্রহ ২ উইকেটে ৬৮। তাওহীদ ৫৫ বলে ৩২ ও ৫৮ বলে ২৬ রানে ব্যাট করছেন শান্ত।

এই বাংলা/এমএস

টপিক