25 C
Dhaka
Thursday, October 2, 2025

খাগড়াছড়িতে বিএনপি নেতা নোমানের গাড়ি ভাঙচুর

আরও পড়ুন

::: খাগড়াছড়ি প্রতিনিধি :::

খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী লীগের কর্মীরা। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে পৌরসভার নারিকেল বাগান এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এই বিএনপি নেতার গাড়িবহরে হামলা চালানো হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির সমাবেশে প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান  আবদুল্লাহ আল নোমানের যোগ দেবার কথা ছিলো। খাগড়াছড়ি ডুকার সময় গাড়ি বহরে হামলায় গুরুতর আহত হয় জেলা বিএনপির সহ সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম জুয়েল, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য কামরুল হাসান আকাশ, মানিকছড়ি উপজেলা ছাত্রদলের সাবেক স্কুল বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, পৌর ছাত্রদল নেতা ইফতি আহম্মেদসহ বেশ কিছু  নেতা-কর্মী আহত।

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সৌরভ প্রিয় পাল জানান, খাগড়াছড়ি আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আবদুল্লাহ আল  নোমানের গাড়িবহরে নগ্নভাবে হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেছে সরকার দলের দুর্বৃত্তরা। দলের নেতাকর্মীরা বিএনপির ভাইস চেয়ারম্যানকে হামলাকারীদের কাছ থেকে মানবঢাল তৈরি করে বাঁচালেও, গাড়িটি ভাঙচুর করা হয়। এসময় ছাত্রদল ও বিএনপির বেশ কিছু নেতাকর্মী গুরুতর আহত হন। ‘

হামলাকারীদের হামলায় আহত হওয়া চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম জুয়েল জানান, নোমান ভাই পূর্বনির্ধারিত একটা সভায় যোগ দেবার জন্য খাগড়াছড়ি এসেছিলেন। নারিকেল বাগান এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গাড়িবহর এসে পৌঁছুলে দেশীয় অস্ত্রের পাশাপাশি অত্যাধুনিক  আগ্নেয় অস্ত্র নিয়ে অতর্কিত  হামলা চালানো হয়েছে। গাড়িবহরে থাকা নেতাকর্মীরা এগিয়ে গেলে এলোপাতাড়ি মারধর করে সরকার দলের সন্ত্রাসীরা। আমার দুইপায়ে কাঠ দিয়ে আঘাত করেছে তারা।

এইবাংলা/ তুহিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর