চট্টগ্রাম (মিরসরাই) প্রতিনিধি :
মিরসরাইয়ে চুরি, ডাকাতি মাদক সহ নানান অপরাধে জড়িত ৬ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (১৬ অক্টোবর) রাতে মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
থানা সূত্রে জানা গেছে, ১০নং মিঠানালা ইউনিয়নের নবীর দোকানের পিছনের খালি জায়গায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. ইউসুফ উদ্দিন (৩৫), পিতা-জাকির হোসেন, সাং-তারাকাটিয়া (কাশেম মাস্টার বাড়ি), ৭নং ওয়ার্ড, মিরসরাই পৌরসভা, মোরশেদ আলম রনি (২৮), পিতা-শামসুল আলম, সাং-শেখটোলা (আবুল হোসেন মাস্টার বাড়ি), ২নং ওয়ার্ড, ১১নং মঘাদিয়া ইউনিয়ন।
বালীয়াদি এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ জুয়েল (২৮), পিতা- মো. এরশাদ উল্লাহ, সাং-বালীয়াদি, মিঠানালা ইউনিয়নে পৃথক অভিযানে গ্রেপ্তারকৃত রিপন (৩২), পিতা-আলী আকবর, সাং-মিঠানালা (আকরাম আলী মিজি বাড়ি), ৮নং ওয়ার্ড, ১০নং মিঠানালা ইউনিয়ন, ফরহাদ হোসেন রনি (২৫), পিতা- সুজাউল হক, সাং- রাজাপুর (হামিদ আলী চৌধুরী বাড়ি), ৪নং ওয়ার্ড, ১০নং মিঠানালা ইউনিয়ন, নাঈম হাসান পাবেল (২৪), পিতা- এরশাদ হোসেন, সাং- মিঠানালা (সুলতান আহম্মদ মিস্ত্রিবাড়ি), ৩নং ওয়ার্ড, ১০নং মিঠানালা ইউনিয়ন।
ওসি আতিকুর রহমান বলেন, “অপরাধ দমনে মিরসরাই থানা পুলিশ সর্বদা সতর্ক ও সক্রিয়। সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে
এই বাংলা/এমএস
টপিক