Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

এফএও’র মহাপরিচালকের সাথে কৃষি উপদেষ্টার বৈঠক

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রোমে জাতিসঙ্ঘ খাদ্য ও কৃষি (এফএও)-এর মহাপরিচালক কু ডংইউয়ের সাথে তার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে...
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের কাছে কেন টমাহক ক্ষেপণাস্ত্র চায় ইউক্রেন?

যুক্তরাষ্ট্রের কাছে কেন টমাহক ক্ষেপণাস্ত্র চায় ইউক্রেন?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে টমাহক ক্ষেপণাস্ত্র চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বিশ্বাস করেন, টমাহক ক্ষেপণাস্ত্র পেলে ইউক্রেন যুদ্ধ থামবে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়াও এই ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার সামরিক ঘাঁটিগুলো আক্রমণ করতে পারবে ইউক্রেন। ফলে রাশিয়া চাপে পড়বে ও শান্তি আসবে।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এই ক্ষেপণাস্ত্র তাদের সমস্যায় ফেলবে না। কিন্তু ইউক্রেন তা হাতে পেলে যুদ্ধের তীব্রতা আরো বাড়বে।

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেন, ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ নিয়ে মস্কো খুবই উদ্বিগ্ন।

টমাহক হলো লক্ষ্যে নিখুঁত থাকা সাবসনিক ক্রুজ মিসাইল। বিভিন্ন ধরনের অস্ত্র বহন করতে পারে এই ক্ষেপণাস্ত্র। সামরিক বিশেষজ্ঞ কোস্তিয়ানটিন ক্রিভোলাপ ডিডাব্লিউকে বলেন, ‘টমাহক ১৬০০ থেকে আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত গিয়ে লক্ষ্যে আঘাত করতে পারে।’

সামরিক বিশেষজ্ঞ অ্যান্ড্রিয়া কোভালেঙ্কো বলেন, ‘রাডারে ধরা পড়ার কয়েক সেকেন্ডের মধ্যে টমাহক লক্ষ্যে আঘাত করে। টমাহকের তুলনায় রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেম দুর্বল।’

সূত্র : ডয়চে ভেলে

এই বাংলা/এমএস

টপিক