Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

জাকারিয়া পিন্টুর নামে কেউ অপপ্রচার চালালে দল ক্ষতিগ্রস্ত হবে- জাকির হোসেন জুয়েল

ঈশ্বরদী প্রতিনিধি জাকারিয়া পিন্টুর নামে কেউ অপপ্রচার চালালে দল ক্ষতিগ্রস্ত হবে- জাকারিয়া পিন্টুর জনপ্রিয়তা বাড়বে- জাকির হোসেন জুয়েল দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News...
Homeখেলা-ধুলাচেনা মাঠে হারানো ছন্দের খোঁজে বাংলাদেশ, ট্রফি উন্মোচন লালবাঘ কেল্লায়

চেনা মাঠে হারানো ছন্দের খোঁজে বাংলাদেশ, ট্রফি উন্মোচন লালবাঘ কেল্লায়

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে টাইগাররা। সেই লক্ষ্যে শুক্রবার উন্মোচুত হলো ট্রফি।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এই ম্যাচ দিয়ে দু’বছরের বেশি সময় পর ‘হোম অফ ক্রিকেটে’ ফিরছে ওয়ানডে। ২০২৩ সালের সেপ্টেম্বরের পর এই মাঠে গড়ায়নি ৫০ ওভারের আন্তর্জাতিক ম্যাচ। হারানো ছন্দ খুঁজে পেতে চেনা মাঠেই ফিরছে দল।

ওয়ানডেতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বাংলাদেশ দলের। টানা চারটা সিরিজ হেরেছে টাইগাররা। অবস্থা এতটাই ভয়াবহ যে সব মিলিয়ে সিরিজের হিসাবে শেষ ১০ সিরিজে মাত্র ১টিতে জিতেছে বাংলাদেশ।

২০২৩ বিশ্বকাপের পর ২০টি ওয়ানডে খেলে হেরেছে ১৫টিতেই। আর সবশেষ ১২ ম্যাচে জয় মাত্র ১টি! এই যখন অবস্থা, তখন তুলনামূলক সহজ প্রতিপক্ষকে দিয়ে খরা কাটাতে চায় বাংলাদেশ, ফিরতে চায় ছন্দে।

এক সময়ের দাপুটে দল ওয়েস্ট ইন্ডিজ এখন আর নেই আগের মতো। দু’বারের বিশ্ব চ্যাম্পিয়নরা ভাঙা-গড়ার মধ্য দিয়ে যেতে যেতে এখন অনেকটাই নড়বড়ে। শক্তি হারিয়ে যেন ধুঁকছে। খেলতে পারেনি শেষ বিশ্বকাপেও।

তবে গত বছর থেকে ওয়ানডেতে ভালো ছন্দে আছে দলটি। জিতেছে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় সিরিজ। সব মিলিয়ে শেষ ১৫ ওয়ানডের ৯টিতেই জিতেছে তারা। এই সময়ে ধবলধোলাই করে বাংলাদেশকেও।

গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছিল বাংলাদেশ। অথচ এর আগের কিছু বছর বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি ক্যারিবীয়রা, হেরেছিল টানা ১১ ম্যাচ।

অবশ্য দু’দলের ১২টি দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশের জয় ৬টিতে, আর ক্যারিবিয়ানরা জিতেছে ৬টি। আর ম্যাচের হিসাবে ওয়েস্ট ইন্ডিজের জয় যেখানে ২৪টি, বাংলাদেশ জিতেছে ২১ বার। দুই ম্যাচে ফল আসেনি।

র‍্যাঙ্কিংয়েও খুব বেশি হেরফের নেই। ৮০ পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে ৯ নম্বরে, ৭৪ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে বাংলাদেশ। তবে এই সিরিজের সবগুলো ম্যাচ স্বাগতিকেরা জিতলে বদলে যাবে অবস্থান।

তখন বাংলাদেশ উঠে যাবে ৯ নম্বরে, ক্যারিবীয়রা নেমে যাবে নিচে। আর সরাসরি বিশ্বকাপে খেলার লক্ষ্যে সমীকরণটাই মেলাতে চাইবে বাংলাদেশ। তাছাড়া সিরিজটা প্রতিশোধেরও বটে।

এদিকে গুরুত্বপূর্ণ এই সিরিজকে সামনে রেখে শুক্রবার হয়েছে ট্রফি উন্মোচন। বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যের ধারক লালবাগ কেল্লায় সমপন্ন হয় এই আনুষ্ঠানিকতা।

সকাল সকাল কেল্লায় অবস্থিত পরীবিবির মাজারের সামনে ট্রফি নিয়ে ফটোসেশন সেরে নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী মিরাজ ও ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮, ২১ ও ২৩ অক্টোবর। সবগুলো ম্যাচই গড়াবে মিরপুরে। সিরিজে বাংলাদেশ দলে আছেন মেহেদী মিরাজ, তানজিদ তামিম, সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল ইসলাম, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও হাসান মাহমুদ।

এই বাংলা/এমএস

টপিক