Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

এফএও’র মহাপরিচালকের সাথে কৃষি উপদেষ্টার বৈঠক

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রোমে জাতিসঙ্ঘ খাদ্য ও কৃষি (এফএও)-এর মহাপরিচালক কু ডংইউয়ের সাথে তার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে...
Homeখেলা-ধুলানতুন ৩টি লিগে নাম লেখালেন সাকিব আল হাসান

নতুন ৩টি লিগে নাম লেখালেন সাকিব আল হাসান

জাতীয় দলে সাকিব আল হাসান হাসানের ফেরাটা এখন অনিশ্চিত। হয়তো লাল-সবুজের জার্সিতে আর কখনো দেখা যাবে না মাঠে। তবে মাঠেই আছেন, বেশ ব্যস্ত সময় পার করছেন ফ্রাঞ্চাইজি লিগে। ব্যস্ততা বাড়ছে আরো।

কয়েক দিন আগে বাংলাদেশী এই অলরাউন্ডার খেলেছেন কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্টে। যেখানে ব্যাটে-বলে সামনে থেকে নেতৃত্ব দিয়ে মন্ট্রিয়াল টাইগার্সকে তুলেছিলেন ফাইনালে। যদিও শিরোপা জেতা হয়নি।

সেটি শেষ করতে না করতেই তিনি নাম লেখালেন আরো তিনটি লিগে। আবুধাবি টি-টেন লিগে সাকিব খেলবেন টুর্নামেন্টের নতুন দল রয়্যাল চ্যাম্পসে। খেলবেন যুক্তরাষ্ট্রের গ্লোবাল লিগ ও ইন্ডিয়ান হ্যাভেন লিগেও।

গত কয়েক মৌসুম ধরে আবুধাবি টি-টেন লিগের দল বাংলা টাইগার্সের হয়ে খেলছিলেন সাকিব। তবে এবার নবম আসরে তিনি খেলবেন নবাগত ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যাম্পসের হয়ে। এবারের আসর মাঠে গড়াবে ১৮ থেকে ৩০ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতে।

রয়্যাল চ্যাম্পসে সাকিব ছাড়াও আছেন জেসন রয়, জেসন হোল্ডার, মোহাম্মদ আমির, সিকান্দার রাজা, অ্যান্ড্রিস গাউস, ইমরান তাহির ও আমিরাতের অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম।

অন্যদিকে একইদিনে গ্লোবাল ক্রিকেট লিগ ইউএসএ-তে খেলা নিশ্চিত করেছেন সাকিব। ছয় দলের টুর্নামেন্টে হিউস্টন রাইডার্সের হয়ে খেলবেন তিনি। যুক্তরাষ্ট্রের হিউস্টনে আগামী ২৪ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে এই লিগ।

এছাড়াও ভারতের শ্রীনগরে ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব। এক ভিডিও বার্তায় সাকিব নিজেই জানিয়েছেন, ইন্ডিয়ান হেভেন প্রিমিয়ার লিগে খেলছেন তিনি। আগামী ২৫ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত গড়াভে এই আসর।

শ্রীনগরের বকশী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। এই লিগে খেলবেন অজি তারকা শন মার্শ, ইউনিভার্স বস খ্যাত ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইলের মতো ক্রিকেটাররা।

জাতীয় দলে না থাকা সময়টা বেশ উপভোগ করছেন সাকিব।পিএসএল, জিএসএলের পর খেলেছেন সিপিএলে। মাঝে খেলেছেন ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ান লিগ ও যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট। আর সর্বশেষ কানাডা সুপার সিক্সটিতে।

এই বাংলা/এমএস

টপিক