পরেশ চন্দ্র বর্মন :
শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড, তাহলে শিক্ষক হচ্ছে হৃদপিণ্ড।
হৃদস্পন্দন থামিয়ে দিয়ে মেরুদণ্ড সোজা রাখা যায় না। আপনি দাবি মানতে না পারেন, কিন্তু শিক্ষক হিসেবে তাঁরা অনেক সম্মানিত। তাঁদের গায়ে আঘাত করা যায় না।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
যত অযোগ্য অপদার্থ, নর্দমার কীট দেশটাকে ধ্বংস করে দিলো। যাঁদের নীতি নৈতিকতা নেই তাঁরা কি আর শিক্ষা গুরু জনের প্রতি সম্মান শ্রদ্ধা বোধের জায়গায় টুকু ধরে রাখতে পারবে।
এহেন আচরণ হিংস্র পশুর সমতুল্য। যত থার্ডক্লাস পারসন দেশের কর্ণধার হয় কি করে।
সৎ নিষ্ঠাবান ব্যক্তির বড় অভাব। শিক্ষকদের অভুক্ত রেখে কোন জাতিকে উন্নতি করা যায় না।
যাঁরা শিক্ষকদের প্রতি সম্মান শ্রদ্ধা বোধ করতে জানে না তাঁরা অমানুষ কুলাঙ্গার। তীব্র নিন্দা জানাচ্ছি।
শিক্ষকদের প্রতি অসদাচরণ, আগামী জীবনের এক ঘোর অমাবস্যার দিকে যাবে। সুষ্ঠু পরিবেশ সুন্দর জীবন ধারণ ও সুন্দর জাতি গঠনে শিক্ষকের ভূমিকা অনস্বীকার্য।
এই বাংলা/এমএস
টপিক