Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

এফএও’র মহাপরিচালকের সাথে কৃষি উপদেষ্টার বৈঠক

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী আজ রোমে জাতিসঙ্ঘ খাদ্য ও কৃষি (এফএও)-এর মহাপরিচালক কু ডংইউয়ের সাথে তার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে...
Homeরাজনীতিযারা দুর্নীতি করে গরীবের অর্থ লুটে খায় তারাই বড় প্রতিবন্ধী" - ডা....

যারা দুর্নীতি করে গরীবের অর্থ লুটে খায় তারাই বড় প্রতিবন্ধী” – ডা. বাচ্চু

মোঃ নাঈম স্টাফ রিপোর্টার :

কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, যারা ঘুষ খায় ও দুর্নীতি করে গরীবের অর্থ লুটে খায়, তারাই আসল ও বড় প্রতিবন্ধী। তিনি দৃষ্টিহীন ব্যক্তিদের উদ্দেশ্যে বলেন, “আপনারা প্রতিবন্ধী নন। প্রতিবন্ধী তো আসলে তারাই, যারা এ দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে।”

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বুধবার দুপুরে আন্তর্জাতিক সাদাছড়ি দিবস উপলক্ষ্যে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে দৃষ্টিহীন প্রতিবন্ধীদের মধ্যে সাদাছড়ি ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি তার বক্তব্যে আরও বলেন, “১৯৭৫, ১৯৯৭ সালে যে পরিমাণ লুটপাট হয়েছে, ২০০৮ সালের লুটপাট সব ছাপিয়ে গিয়েছে। ২০০৮ সালে হয়েছে মহালুটপাট। ওই সময়গুলোতে প্রতিবন্ধীদের পাশে দাঁড়িয়েছে বলে আমরা দেখিনি, প্রতিবন্ধীদের উন্নয়নে কোন প্রকল্প নিয়েছে তাও আমরা দেখিনি। শুধু দেখেছি প্রতিবন্ধীদের টাকা ভাগবাটোয়ারা করে নিয়েছে।”

শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সঞ্চালনা করেন শ্রী দুলাল চৌহান ও মো. মনিরুজ্জামান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সাবেক সভাপতি আবুল মনসুর মন্ডল, উপজেলা বিএনপি’র খায়রুল কবির মন্ডল আজাদ, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বেপারী, হিডস্ বাংলাদেশের পরিচালক আনোয়ার হোসেন, সাইফুল হক মোল্লা, বিল্লাল হোসেন ও আফাজ উদ্দিন মোল্লা প্রমুখ।

এই বাংলা/এমএস

টপিক