হাটহাজারী প্রতিনিধি :::
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শা মাহলুমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিতভাবে নির্ধারিত সময়ে বিদ্যালয়ে উপস্থিত হন না- এমন অভযোগ উঠেছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সকাল ৯টা ১৫ মিনিটে শ্রেণি কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও ১০টা ১০ মিনিটেও বিদ্যালয়ে চারজন শিক্ষক অনুপস্থিত ছিলেন। মাত্র একজন শিক্ষক উপস্থিত থাকলেও তিনি শ্রেণিকক্ষে না গিয়ে অফিসকক্ষে অবস্থান করছিলেন।
স্থানীয়রা অভিযোগ করেন, শিক্ষকরা প্রায় সময়ই নির্ধারিত সময়ের অনেক পরে বিদ্যালয়ে আসেন, ফলে কোমলমতি শিক্ষার্থীরা পাঠদান থেকে বঞ্চিত হচ্ছে। নিয়মিত শ্রেণি কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতির হারও কমে এসেছে। যার দরুন এই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা মাত্র ৬১ জন।
উপস্থিত শিক্ষক শ্যামল চক্রবর্তী দেরির কারণ হিসেবে বৈরী আবহাওয়ার কথা বলেন। তিনি জানান, অন্যান্য দিন তাঁরা ১০টার মধ্যে বিদ্যালয়ে পৌঁছে যান। তবে ক্লাস শুরুর নির্ধারিত সময় সকাল ৯টা ১৫ হলে ১০টায় উপস্থিতি কীভাবে নিয়মমাফিক হয়—এ প্রশ্নের জবাব তিনি দিতে পারেননি।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তিপশি রুদ্র দেরিতে আসার বিষয়টি আংশিক স্বীকার করে বলেন, “আজ একটি অনুষ্ঠানের পুরস্কার সংগ্রহ করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে।” তবে শিক্ষকরা নিয়মিত দেরি করে আসেন—এমন অভিযোগ তিনি অস্বীকার করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা শিক্ষা অফিসার রোজিনা রহমান বলেন, “বিদ্যালয়ের দেরিতে উপস্থিত শিক্ষকদের কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। তারা যদি সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন, তবে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসীর দাবি, বিদ্যালয়ে শিক্ষক উপস্থিতি নিশ্চিত করতে প্রশাসনিক তদারকি আরও জোরদার করা হোক, যাতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়।