25.6 C
Dhaka
Thursday, October 2, 2025

পটুয়াখালীতে ৪০০ জন প্রান্তিক কৃষকের মাঝে ব্র্যাক হাইব্রিড ধান বীজ বিতরণ

আরও পড়ুন

গোপাল হালদার (পটুয়াখালী)

পটুয়াখালীতে ব্র্যাকের ‘দাবি+’ কর্মসূচির আওতায় ৪০০ জন প্রান্তিক কৃষকের মাঝে হাইব্রিড আমন ধান (মুক্তি ১) বীজ বিতরণ করা হয়েছে।

সোমবার জেলা ব্র্যাক কার্যালয়ে এ বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণ করেন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত আরা জামান উর্মি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাকের দাবি+ এর আঞ্চলিক ব্যবস্থাপক দীপংকর চক্রবর্তী এবং অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কো-অর্ডিনেটর নেফাছ উদ্দিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক দেবাশিষ হালদার, দাবি+ এর এলাকা ব্যবস্থাপক মোঃ আলাউদ্দিন, জেলা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন, শাখা হিসাব কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, এক্সটেনশন অফিসার আবদুল আল মামুনসহ অন্যান্যরা।

বীজ বিতরণের পাশাপাশি কৃষকদের হাইব্রিড বীজ চাষে আধুনিক পদ্ধতির ওপর সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেওয়া হয়। কৃষক-কৃষানীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে মাঠপর্যায়ে ফলন বৃদ্ধির কৌশল নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।

এছাড়াও ব্র্যাকের মাইক্রো ফাইন্যান্স সেবা ও শস্য নিরাপত্তা বীমা সম্পর্কেও কৃষকদের অবহিত করা হয়।

আয়োজকরা জানান, ব্র্যাকের এ ধরনের কার্যক্রম প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে উদ্বুদ্ধ করছে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর