25.2 C
Dhaka
Thursday, October 2, 2025

খাগড়াছড়ি সদর উপজেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে ১০(দশ) দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু

আরও পড়ুন

বিপ্লব তালুকদার (খাগড়াছড়ি)

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যেগে খাগড়াছড়ি জেলার সদর উপজেলায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মহিলা সদস্যদের জন্য ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রম।

১০ দিন ব্যাপী এই প্রশিক্ষণে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ২ (দুই) প্লাটুন মোট ৬৪ জন তরুনী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।

প্রশিক্ষনার্থীদের সম্পূর্ণ নতুন সিলেবাস ও যুগোপযোগী প্রশিক্ষণ নীতিমালা আওতায় দক্ষতা উন্নয়ন নেতৃত্ব বিকাশ, আত্মনির্ভরশীলতা এবং সামাজিক সচেতনতা সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হয়।

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরিচালক জনাব এ এইচ এম মেহেদী হাসান, অধিনায়ক, গুইমারা আনসার ব্যাটালিয়ন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: আরিফুর রহমান, পিপিএম, জেলা কমান্ড্যান্ট, খাগড়াছড়ি পার্বত্য জেলা। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রোকেয়া পারভীন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, সদর, খাগড়াছড়ি সহ উপজেলা প্রশিক্ষক, ইউনিয়ন দলনেতা -দলনেত্রী।

প্রধান অতিথির বক্তব্যে পরিচালক জনাব এ এইচ এম মেহেদী হাসান বলেন ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়ন করেছে। সমাজ তথা রাষ্ট্রের প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করতে এ প্রশিক্ষণ অগ্রণী ভূমিকা পালন করবে বলে তিনি উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট মো: আরিফুর রহমান, পিপিএম বলেন, বাহিনীর সক্ষমতা বৃদ্ধির অংশ হিসেবে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর তরুণ তরুণীদের স্বাবলম্বী ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণ অত্যন্ত সময়োপযোগী ও কার্যকরী ভূমিকা রাখবে। বিশেষ করে পার্বত্য অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষায় এই ভিডিপি সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই বিশেষ উদ্যোগ বাহিনী মহাপরিচালকের পক্ষ থেকে ক্ষুদ্র জাতি গোষ্ঠীদের প্রতি একটি নতুন দিগন্তের উন্মোচন করবে। এই প্রশিক্ষণ সমাজ তথা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা রক্ষায় ইতিবাচক পরিবর্তন হিসেবে কাজ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর