25 C
Dhaka
Thursday, October 2, 2025

২০ দিন পর খুলেছে ঢাকা সিটি কলেজ

আরও পড়ুন

নিজস্ব প্রতিবেদক :::

টানা ২০ দিন বন্ধের পর অবশেষে খুলেছে ঢাকা সিটি কলেজ। মঙ্গলবার (১৯ নভেম্বর) একাদশ শ্রেণির ক্লাসের মাধ্যমে কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। আগামীকাল বুধবার দ্বাদশ এবং পরদিন স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির ক্লাসও শুরু হবে।

একইসঙ্গে শিক্ষার্থীদের সঙ্গে প্রতি মাসে মতবিনিময় সভা করা এবং ১৪ দিনের ক্ষতি পোষাতে অতিরিক্ত ক্লাস নেওয়ার ঘোষণাও দিয়েছে সিটি কলেজ।

কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী নেয়ামুল হক জানান, আজ থেকে কলেজের একাডেমিক কার্যক্রম চালু হয়েছে। প্রথম দিন একাদশ শ্রেণির ক্লাস হয়েছে। তবে তাদের ১ম সেমিস্টারের ক্লাস টেস্ট হবে না। আগামীকাল (২০ নভেম্বর) দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। তাদেরও ১ম সেমিস্টারের পরীক্ষা হবে না। আর স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) শ্রেণির ক্লাস শুরু হবে ২১ নভেম্বর থেকে।

এর আগে ২৮ অক্টোবর ভারপ্রাপ্ত অধ্যক্ষ-উপাধ্যক্ষের পদত্যাগসহ মোট ৭ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। তারা অভিযোগ করেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোহাম্মদ নিয়ামুল হক ও উপাধ্যক্ষ মো. মোখলেছুর রহমান নানান স্বেচ্ছাচারিতা, বিভিন্ন কৌশল অবলম্বন করে শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত আর্থ আদায় এবং বিভিন্ন অনিয়ম করে আসছেন৷ সেজন্য এসব বিষয়ে যৌক্তিক সমাধান চেয়ে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন তারা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img

সবশেষ খবর