খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়িতে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ওষুধ ও চশমা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে খাগড়াছড়ি কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দির প্রাঙ্গণে সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা কমিটির আয়োজনে এই সেবা কার্যক্রম পরিচালিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সনাতন সমাজ কল্যাণ পরিষদ সদর উপজেলা কমিটির সভাপতি সুমন আচার্য্য। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুল আরা সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নির্মল দাশ, সদস্য সচিব অশোক মজুমদার, কেন্দ্রীয় লক্ষ্মী নারায়ণ মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি আশীষ ভট্টাচার্য্য এবং সাধারণ সম্পাদক নির্মল দেব।
আয়োজকদের মতে, এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের চক্ষুজনিত সমস্যা নির্ণয় ও চিকিৎসা দেওয়াই এই ক্যাম্পের মূল উদ্দেশ্য। যেসব মানুষ অর্থের অভাবে চিকিৎসা নিতে পারেন না, তাদের জন্য এই বিনামূল্যের চক্ষু সেবা চালু করা হয়েছে।
চক্ষু চিকিৎসা ক্যাম্পটি বাস্তবায়ন করেছে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতাল। দিনব্যাপী এ সেবায় খাগড়াছড়ি শহর ছাড়াও আশপাশের পাহাড়ি এলাকা থেকে শতাধিক মানুষ চিকিৎসা নিতে আসেন।
আয়োজক কমিটি জানায়, মানবতার সেবায় নিয়মিত কাজ করছে সনাতন সমাজ কল্যাণ পরিষদ। তারই ধারাবাহিকতায় আয়োজন করা হয়েছে এই চক্ষু চিকিৎসা ক্যাম্প। এখানে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ বিতরণ এবং যাদের প্রয়োজন, তাদের চশমা প্রদান করা হয়েছে। যেসব রোগীর ছানি অপারেশন প্রয়োজন, তাদের বাছাই করে পরবর্তীতে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক
