চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, জনগণ ধীরে ধীরে জামায়াতের প্রতি আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শনিবার (২ নভেম্বর) শুলকবহর সাংগঠনিক ওয়ার্ডে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
“দীর্ঘ সময় আমাদের বক্তব্য ও আদর্শকে দমন করা হলেও এখন মানুষ সত্য ও ন্যায়ের পথে ফিরে আসছে। ক্ষমতার লোভে আমরা যেন কখনো পরকালকে ভুলে না যাই। আমানত রক্ষা ও সততার প্রশ্নে জামায়াত সর্বদা আপোষহীন থাকবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন,
“আমরা রাজনীতিকে ব্যক্তিগত স্বার্থ বা ক্ষমতার হাতিয়ার হিসেবে দেখি না। এটি মানুষের কল্যাণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম। জনগণের ভোট ও বিশ্বাস একটি আমানত, আর সেই আমানত রক্ষাই আমাদের প্রধান দায়িত্ব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমী। তিনি বলেন,
“অধ্যক্ষ হেলালী ইসলামী আন্দোলনের নিবেদিতপ্রাণ কর্মী। তার নেতৃত্বে জনগণ পরিবর্তনের পথে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।”
এ সময় আরও বক্তব্য রাখেন শুলকবহর ওয়ার্ডের সাবেক আমীর মাওলানা আব্দুর রহিম, অধ্যক্ষ নুরুল ইসলাম, এবং ডা. খালেদ প্রমুখ। বক্তারা বলেন, সমাজে ন্যায়, সততা ও জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠায় ইসলামী নেতৃত্বের কোনো বিকল্প নেই।
এই বাংলা/এমএস
টপিক
