নিজস্ব প্রতিবেদক
‘টেকনিক্যাল ফল্টের’ (প্রযুক্তিগত ত্রুটি) কারণে উত্তরা থেকে মতিঝিলগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা ২০ মিনিট থেকে এ মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নাসির উদ্দিন আহমেদ বলেন, টেকনিক্যাল ফল্টের কারণে মেট্রো চলাচল বন্ধ রয়েছে। দুপুর সাড়ে ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ ছিল।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবী ও মেট্রোরেলের নিয়মিত যাত্রী জাহাঙ্গীর আলম বলেন, বেলা ২ টা ২৫ মিনিটের দিকে মেট্রো স্টেশনে আসার পরে উত্তরা থেকে মতিঝিল মুখী মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে।
এই বাংলা/এমপি