চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ বাজারে সরকারি জায়গা দখল করে নির্মিত একটি টং দোকান উচ্ছেদ করা হয়েছে।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে হাজীগঞ্জ বাজারের পদ্মা নদীর পাড় সংলগ্ন স্থানে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গাজীরটেক ইউনিয়নের তহসিলদার আব্দুল মান্নান। উদ্যোগটি আসে চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. যায়েদ হোসেনের দিকনির্দেশনায়।
উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের মাহবুবুর রহমান মিঠু, নাজির জুয়েল খান, সহকারী সজীব বিশ্বাস, অফিস সহকারী আব্দুল খালেক মাতুব্বর এবং স্থানীয় বাজার ব্যবসায়ী নেতৃবৃন্দ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি জায়গা দখলমুক্ত রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক
