Become a member

Get the best offers and updates relating to Liberty Case News.

― Advertisement ―

spot_img

চব্বিশের গণঅভ্যুত্থানে নিহতদের পরিবার বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার

স্টাফ রিপোর্টার : ‘চব্বিশের গণঅভ্যুত্থানে’ নিহত শহীদ ও আহতদের পরিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে...
Homeক্যাম্পাসকাঁঠালিয়ায় স্কুল মাঠ থেকে রাস্তা অপসারণের দাবিতে মানববন্ধন

কাঁঠালিয়ায় স্কুল মাঠ থেকে রাস্তা অপসারণের দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি :


ঝালকাঠির কাঁঠালিয়ায় স্কুল মাঠের ভেতর দিয়ে নির্মিত রাস্তা অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয় ও ৫২ নম্বর শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেন। বক্তারা বলেন, মাঠের মাঝখান দিয়ে রাস্তা নির্মাণ হওয়ায় শিক্ষার্থীদের চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অভিভাবকরাও এ নিয়ে উদ্বিগ্ন। তারা দ্রুত রাস্তা অপসারণ করে বিকল্পভাবে স্কুল ভবনের পেছন দিয়ে রাস্তা নির্মাণের দাবি জানান।

স্থানীয়রা জানান, ১৯৬২ সালে প্রতিষ্ঠিত শৌলজালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বর্তমানে ২৬২ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। অন্যদিকে, ১৯০৭ সালে প্রতিষ্ঠিত ৫২ নম্বর শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২৬ জন শিক্ষার্থী রয়েছে। দুটি প্রতিষ্ঠানে প্রায় চার শতাধিক শিক্ষার্থী শিক্ষা কার্যক্রমে অংশ নিচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষার্থী সুমাইয়া আক্তার, ফারজানা মিম, আল রাফি, মাশরাফি মর্তুজা, শৌলজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলিউর রহমান, এবং উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কালু মিয়াসহ আরও অনেকে।

বক্তারা বলেন, “বিদ্যালয়ের মাঠ শিক্ষার্থীদের পাঠক্রম ও খেলাধুলার একমাত্র স্থান। সেখানে রাস্তা থাকলে নিরাপত্তা বিঘ্নিত হয় এবং শিক্ষার পরিবেশ নষ্ট হয়। তাই প্রশাসনের হস্তক্ষেপে মাঠের মধ্য দিয়ে রাস্তা নির্মাণ বন্ধ করতে হবে।”

এই বাংলা/এমএস

টপিক