ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আনন্দবাজারে সরকারি ১ নম্বর খাস-খতিয়ানের হাটবাজার শ্রেণির পেরিফেরিভুক্ত জায়গার সীমানা নির্ধারণের সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি অফিসের কর্মচারীদের ওপর হামলার ঘটনায় নাসিরনগরে ননগেজেটেড কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেছেন। তারা হামলাকারীদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
২৯ অক্টোবর বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, এই ঘটনার বিষয়ে সদর থানায় একাধিক মামলা হয়েছে, কিন্তু এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। তাই তারা শান্তিপূর্ণ বিক্ষোভের মাধ্যমে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী মোঃ আতিকুর রহমান, মোঃ জাকির হোসেন, সার্টিফিকেট সহকারী পংকজ চন্দ্র দাস, উপজেলা ভূমি অফিসের নাজির শেখ রমজান মিয়া, অফিস সহকারী ননী গোপাল দাস, ক্রেডিট চেকিং রবীন্দ্র চৌধুরী এবং ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন।
বিক্ষোভকারীরা প্রশাসনের কাছে নিম্নলিখিত দাবি জানান:
-
হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা।
-
আহত সদস্যদের চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা করা।
-
ভবিষ্যতে সরকারি জায়গা উচ্ছেদ কার্যক্রমে নিরাপত্তা জোরদার করা।
-
সরকারি সম্পত্তি রক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করা।
উল্লেখ্য, এই ঘটনা ঘটেছে ২৩ অক্টোবর ২০২৫ তারিখে।
এই বাংলা/এমএস
টপিক
