স্টাফ রিপোর্টার :
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বারমারী সাধু লিও খ্রিস্টান ধর্মপল্লীতে রোমান ক্যাথলিক সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় সমাবেশ, ফাতেমা রাণীর বার্ষিক তীর্থ উৎসব শুরু হতে যাচ্ছে। উৎসবটি আগামী ৩০ ও ৩১ অক্টোবর ২০২৫ দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও তীর্থযাত্রীরা এই উৎসবে অংশ নিতে বারমারী পৌঁছাবেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
আয়োজক কমিটি ও স্থানীয় প্রশাসন ইতোমধ্যে সব চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে। উৎসব প্রাঙ্গণ, ধর্মপল্লী এবং আশেপাশের এলাকা ধর্মীয় প্রতীকের আলোয় সাজানো হয়েছে। তীর্থযাত্রীদের জন্য অস্থায়ী বিশ্রামাগার, পানীয়জল, চিকিৎসা সহায়তা এবং পরিবহন সুবিধাসহ সব ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি
তীর্থস্থলে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে ভক্তরা নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের সদস্যরা একসঙ্গে দায়িত্ব পালন করবেন। পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় রাখা হয়েছে। উৎসব চলাকালীন সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা তদারকি করবেন।
নালিতাবাড়ী উপজেলা প্রশাসন জানিয়েছে, জরুরি সেবা এবং যানবাহন চলাচল সংক্রান্ত সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ভিড়ের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশেষ নিয়ম আরোপ করা হয়েছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে উৎসব
বারমারী মিশনের ফাদার তরুণ বনোয়ারী জানান, “সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা আশা করি, ভক্তরা শান্তিপূর্ণ পরিবেশে উৎসবে অংশগ্রহণ করতে পারবেন।”
প্রতি বছর হাজারো খ্রিস্টভক্তের অংশগ্রহণে এই উৎসব হয়ে ওঠে এক অনন্য ধর্মীয় মিলনমেলা। ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও প্রার্থনা সভা, সঙ্গীত পরিবেশনা ও দাতব্য কার্যক্রমের আয়োজন থাকে। এবারের উৎসবেও নানা ধর্মীয় কর্মসূচি এবং প্রার্থনার আয়োজন করা হয়েছে।
বারমারী এখন সাজছে ভক্তদের পদচারণায়। নিরাপত্তার কঠোর ব্যবস্থা সহ এই তীর্থস্থান প্রস্তুত একটি পবিত্র ও শান্তিময় অনুষ্ঠান উপভোগের জন্য।
এই বাংলা/এমএস
টপিক
