সুজানগরে জাতীয় শীতকালীন স্কুল–মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সুজানগরে জাতীয় শীতকালীন স্কুল মাদ্রাসা কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ / ছবি - এই বাংলা

পাবনা প্রতিনিধি :

উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া সমিতির আয়োজনে জাতীয় শীতকালীন স্কুল–মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা সুজানগরে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে সুজানগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক আক্তারুজ্জামান জর্জের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন।

এছাড়া বক্তব্য রাখেন নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন ও সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাকসহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here