বরিশাল ব্যুরো :
বছরের শুরুতেই বরিশালের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাষ্ট্রীয় তিন দিনের শোক পালিত হওয়ায় এবার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো জাঁকজমকপূর্ণ ‘বই উৎসব’ আয়োজন করা হয়নি। তবে আনুষ্ঠানিকতা না থাকলেও বছরের প্রথম দিনেই নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত ছিল কোমলমতি শিক্ষার্থীরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বরিশাল জেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন। উৎসবের আমেজ না থাকলেও নতুন বইয়ের ঘ্রাণে শিক্ষার্থীদের চোখে-মুখে আনন্দের ঝিলিক দেখা যায়। কেউ বই উল্টে-পাল্টে দেখছে, কেউ আবার সহপাঠীদের সঙ্গে বই বিনিময় করে আনন্দ ভাগাভাগি করছে। অভিভাবকরাও বছরের প্রথম দিনেই বই পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বরিশাল জেলায় মোট ১ হাজার ৭২৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ১১ লাখ ৬৭ হাজার ২০৮টি বইয়ের চাহিদার বিপরীতে ১১ লাখ ৬৪ হাজার ৬০০টি বই ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে।
অন্যদিকে, বরিশাল বিভাগে মাধ্যমিক স্তরে মোট ৬৯ লাখ ৬১ হাজার ৯৩০টি বইয়ের চাহিদার বিপরীতে এখন পর্যন্ত ৪৭ লাখ ১০ হাজার ৫০৩টি বই পৌঁছেছে।
এছাড়া কারিগরি ট্রেড, দাখিল, ভোকেশনালসহ অন্যান্য স্তরে মোট ১ কোটি ৩৮ লাখ ৭০ হাজার ৬৪৬টি বইয়ের চাহিদার বিপরীতে পাওয়া গেছে ১ কোটি ১৮ হাজার ৪৭৭টি বই। যা মোট চাহিদার প্রায় ৭৩ দশমিক ২৩ শতাংশ।
শিক্ষা কর্মকর্তারা জানান, অবশিষ্ট বইগুলো দ্রুত সময়ের মধ্যেই বিদ্যালয়গুলোতে পৌঁছে দেওয়া হবে। পর্যায়ক্রমে সব শিক্ষার্থী পূর্ণাঙ্গ বইয়ের সেট পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এই বাংলা/এমএস
টপিক

